অভিনেতা হ্যারিসন ফোর্ডের নামে সাপের নামকরণ!
হলিউড অভিনেতা হ্যারিসন ফোর্ডের কালজয়ী চরিত্র 'ইন্ডিয়ানা জোনস' বা ইন্ডির সাপের প্রতি ভীতি কাজ করলেও, এবার অভিনেতার নামেই নামকরণ করা হয়েছে একটি সাপের। খবর বিবিসির।
পরিবেশ রক্ষা আন্দোলনের সঙ্গে হ্যারিসন ফোর্ডের সংশ্লিষ্টতার প্রতি সম্মান দেখিয়ে পেরুতে সাপের একটি নতুন প্রজাতির নাম রাখা হয়েছে তাকিমেনোইদেস হ্যারিসনফোর্ডি।
অলাভজনক সংস্থা কনজারভেশন ইন্টারন্যাশনাল-এর ভাইস চেয়ারম্যান হ্যারিসন ফোর্ড তাকে এই সম্মান দেওয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন।
বলে রাখা ভালো, হ্যারিসন ফোর্ডের নামে এর আগে পিঁপড়া ও মাকড়সার একটি প্রজাতির নামকরণও করা হয়েছে।
এক বিবৃতিতে ফোর্ড মজার ছলে বলেন, "এই বিজ্ঞানীরা খালি আমার নামে বিভিন্ন প্রাণীর নামকরণ করতে থাকেন, কিন্তু এগুলো (প্রাণী) শুধু ছোট শিশুদের ভীতির কারণই হয়ে থাকে। আমি বুঝতে পারি না। আমি আমার অবসর সময়ে ক্রস-স্টিচিং (এক ধরনের এমব্রয়ডারি) করি। আমার পুদিনা গাছকে ঘুমপাড়ানি গান শুনাই, যাতে তারা রাতে ভয় না পায়।"
তবে ৮১ বছর বয়সী এই অভিনেতা জানান, তার অভিনীত ইন্ডিয়ানা জোনস চরিত্রের বিপরীতে গিয়ে, বাস্তবে তিনি আসলে সাপ পছন্দ করেন।
পেরুর আন্দিজ পর্বতমালায় আবিষ্কৃত, নতুন প্রজাতির এই সাপ পূর্ণবয়স্ক অবস্থায় ৪০.৬ সেন্টিমিটার দৈর্ঘ্যের হতে পারে এবং এটি মানুষের জন্য ক্ষতিকর নয়।
এ প্রকল্পের প্রধান বিজ্ঞানী এডগার লের বলেন, "জীববৈচিত্র্যের এই সংকটের সময়ে একজন জীববিজ্ঞানীর জন্য একটি নতুন প্রজাতির বর্ণনা করা এবং এটিকে নতুন নাম দিয়ে জনসমক্ষে প্রকাশ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে একটি।"
এর আগে ১৯৯৩ সালে প্রথম হ্যারিসন ফোর্ডের সম্মানে একটি 'ক্যালিফোর্নিয়া স্পাইডার' এর নাম রাখা ক্যালপোনিয়া হ্যারিসনফোর্ডি। কয়েক বছর পর একটি নতুন প্রজাতির পিঁপড়ার নাম রাখা হয় ফিডোলে হ্যারিসনফোর্ডি।