শীতে গ্যাস ঘাটতির শঙ্কায় বেশি দামে বৈদ্যুতিক হিটার কিনছে জার্মানরা
আসন্ন শীতকে সামনে রেখে গ্যাস সংকটের আশঙ্কায় বেশি দামে বৈদ্যুতিক হিটার কিনছে ইউরোপের দেশ জার্মানির জনগণ। রোববার (১১ সেপ্টেম্বর) রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।
মূলত শীতের সময়ে যেন সম্ভাব্য গ্যাস ঘাটতি এড়িয়ে ঘর গরম করা যায় এ কারণেই বেশি দাম দিয়ে বৈদ্যুতিক হিটিং সরঞ্জাম কিনছে সে দেশের সাধারণ মানুষ।
ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে জার্মানিতে রাশিয়া গ্যাসের সরবরাহ কমাতে বা একেবারেই বন্ধ করে দিতে পারে, এমন আশঙ্কার মধ্যে শীত আসার আগেই দেশটির সাধারণ জনগণ পোর্টেবল ডিভাইসসহ বৈদ্যুতিক ফ্যান হিটার কিনে রাখছে।
জার্মান অ্যাসোসিয়েশন অফ এনার্জি অ্যান্ড ওয়াটার ইউটিলিটি (বিডিইডব্লিউ) ব্যবস্থাপনা পরিচালক স্থানীয় একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গ্রাহকরা যদি এই ডিভাইসগুলো বেশি ব্যবহার করেন, তবে এরজন্য তাদেরকে আরও বেশি বিদ্যুৎ বিল গুণতে হবে।"
আর এতে করে বিদ্যুৎ গ্রিডগুলোর ওপরেও অতিরিক্ত চাপ পড়বে বলে জানান তিনি।
শীতের ভয়াবহতা মোকাবেলায় এই কাজ করা হলেও তা বিপরীতমুখী ফল বয়ে আনতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের পর জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশগুলোতে জ্বালানির দাম আরও বেড়েছে। এতে করে শিল্প কল কারখানাসহ সাধারণ মানুষের ভোগান্তি আরও বৃদ্ধি পেয়েছে।
এদিকে, জার্মান সরকার প্রতিশ্রুতি দিয়েছে, গ্যাস ঘাটতির ক্ষেত্রে শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রথমে রেশনিং সুবিধা দেওয়া হবে এবং যে কোনো কাটছাঁটের ক্ষেত্রে পরিবারগুলোকেও ছাড় দেওয়া হবে।
জার্মানির ফেডারেল নেটওয়ার্ক এজেন্সির প্রেসিডেন্ট আরও বলেছেন, বৈদ্যুতিক ফ্যান হিটার ব্যবহারের ক্ষেত্রে স্থানীয় বিদ্যুৎ ঘাটতি দেখা দিতে পারে, এতে এলাকাগুলোয় ব্ল্যাকআউট (বিদ্যুৎহীন) হতে পারে।
স্থানীয় বাজার গবেষক জিএফকে'র তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম ৬ মাসে জার্মানরা ৬ লাখ বৈদ্যুতিক হিটার ডিভাইস কিনেছে, যা এক বছরের আগের তুলনায় অন্তত ৩৫ শতাংশ বেশি।
- সূত্র: রয়টার্স