আমিরাতের ক্যাম্প ও টি-টোয়েন্টি সিরিজে অনিশ্চিত সাকিব
নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও বিশ্বকাপের প্রস্তুতিতে সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। শুরুতে ভাবনায় শুধু প্রস্তুতি ক্যাম্প থাকলেও বিসিবি ভাবনায় পরিবর্তন এনেছে। ছয় দিনের ক্যাম্পের মাঝে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। কিন্তু ক্যারিবয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় অধিনায়ক সাকিব আল হাসানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামের অধীনে বাংলাদেশের তিন দিনের ক্যাম্প ছিল। ম্যাচের আবহে অনুশীলন করার কথা ছিল। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে সব মিলিয়ে একদিনও অনুশীলন করা সম্ভব হয়নি। এ কারণে হুট করেই দেশের বাইরে ক্যাম্প করার পরিকল্পনা সাজায় বিসিবি। আমিরাত ক্রিকেট বোর্ডের সাড়া পাওয়ায় সেখানে দুটি ম্যাচও খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের।
এই ক্যাম্প আয়োজনের পরিকল্পনা কদিন আগেও ছিল না বিসিবির। এ কারণেই সাকিবকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফাঁকা সময় আছে ভেবে টি-টোয়েন্টি অধিনায়ককে সিপিএল খেলার অনাপত্তিপত্র দেয় বিসিবি। এবারের সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স তাকে দলে ভিড়িয়েছে। আসরটিতে খেলতে কদিন আগে ওয়েস্ট ইন্ডিজ গেলেও এখনও কোনো ম্যাচ খেলেননি তিনি।
এরপরও সাকিবকে অবশ্য প্রস্তুতি ক্যাম্পে চায় বাংলাদেশ। প্রয়োজন বুঝে তাকে ফেরানো হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। তবে এ ব্যাপারে টিম ম্যানেজমেন্ট এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, 'সাকিব আল হাসানকে আগেই একটা ঘরোয়া টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র দেওয়া আছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে ওই সময়ে তাকে ফিরিয়ে আনার কতটুকু দরকার আছে।'
প্রস্তুতি ক্যাম্প করতে আগামী ২২ সেপ্টেম্বর আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। ৬ দিনের প্রস্তুতি ক্যাম্প ও সিরিজ খেলে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে দল। দুই-তিন দেশে থাকার পর ২ অক্টোবর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছানোর কথা বাংলাদেশের। পাকিস্তান, বাংলাদেশ ও স্বাগতিক নিউজিল্যান্ডের অংশগ্রহণে ৭ অক্টোবর শুরু হবে সিরিজটি। এই সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান।
কয়েক মাস আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করার কথা জানিয়েছিল বিসিবি। বলা হয়েছিল অ্যাডিলেডে ক্যাম্প করে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। এরপর আবার অস্ট্রেলিয়ায় ফিরবে বিশ্বকাপ খেলতে। কিন্তু পরে অ্যাডিলেডের ক্যাম্পের পরিকল্পনা বাদ দেয় বিসিবি। কন্ডিশন বিবেচনায় বেশি কয়েকদিন আগে নিউজিল্যান্ডে গিয়ে ক্যাম্প করার পরিকল্পনা সাজায় বিসিবি। তবে নিউজিল্যান্ড ক্রিকেট থেকে ইতিবাচক সাড়া না মেলায় সেই ভাবনাও বাদ দিতে হয় বিসিবিকে।