সাকিব-জ্যোতি-জামালদের অভিনন্দন জোয়ারে ভাসছেন সাবিনারা
শুরু থেকে শেষ; পুরো টুর্নামেন্টজুড়ে একই ছন্দে দুরন্ত ফুটবল খেলে গেছে বাংলাদেশ। মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য বাংলাদেশের সামনে বাধার দেয়াল তুলতে পারেনি কোনো প্রতিপক্ষই। সোমবার ফাইনালে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ২০০৩ সালে পুরুষ দলের পর মেয়েদের হাত ধরে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতলো বাংলাদেশ।
অসাধারণ কীর্তিকে দেশের সবখানে বাংলার অদম্য মেয়েদের স্তুতি চলছে, প্রশংসার জোয়ারে ভাসছেন সাবিনা, কৃষ্ণা, শামসুন্নাহাররা। দেশের সবখানে উৎসবের আমেজ, সামাজিক যোগাযোগমাধ্যম ছেয়ে গেছে অভিনন্দন বার্তায়।
জীবনযুদ্ধে হার মানার ব্রত নিয়ে ফুটবল পায়ে নেওয়া বাংলাদেশের নারী ফুটবলারদের প্রশংসা করে পোস্ট দিয়েছেন জাতীয় পুরুষ দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, টুটুল হোসেন বাদশারা। মেয়েদের কীর্তিতে গর্বিত ক্রিকেটাররা। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, জাহানারা আলমরা অভিনন্দন জানিয়ে পোস্ট করেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আবু ধাবিতে থাকা নারী ক্রিকেট দল অভিনন্দন জানিয়েছে সাবিনাদের। বিসিবির ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে সতীর্থদের নিয়ে নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, 'সাফ চ্যাম্পিয়শিপ জয়ে আমরা অনেক বেশি আনন্দিত। অভিনন্দন বাংলাদেশ।'
ফেসবুকে জামাল ভুঁইয়া লিখেছেন, 'চ্যাম্পিয়ন বাংলাদেশ। সাফ ফুটবলে নেপালকে হারিয়ে বাংলাদেশের নারী দল ইতিহাস গড়েছে। আমাদের মেয়েদের অভিনন্দন।' জাতীয় দলের ডিফেন্ডার টুটুল হোসেন বাদশা লিখেছেন, 'অভিনন্দন তোমাদের। তোমাদের জন্য আমরা গর্বিত।'
সাকিব লিখেছেন, 'সাফ ২০২২ চ্যাম্পিয়নশিপ জেতার জন্য বাংলাদেশ জাতীয় মহিলা দলকে অভিনন্দন! আপনাদের নিখুঁত দৃঢ় সংকল্প, চেতনা এবং শক্তি সকলের হৃদয় জয় করেছে এবং অবশ্যই প্রত্যেককে অনুপ্রাণিত করবে বিশেষ করে নারীদের, একটি উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নের পেছনে ছুটতে!' তামিম লিখেছেন, 'অভিনন্দন, নিঃসন্দেহে বাংলাদেশের ক্রীড়ায় অন্যতম সেরা অর্জন।'
মুশফিকুর রহিম তার পোস্টে লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট মাথায় তোলার জন্য আমাদের প্রিয় বোনদের অভিনন্দন। সত্যিই তোমাদের নিয়ে গর্বিত। খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কুর্নিশ।' লিটন কুমার দাস লিখেছেন, 'আমাদের গর্বিত করার জন্য মেয়েদের অভিনন্দন। চ্যাম্পিয়ন!'
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'নেপালকে হারিয়ে সাফ উইমেন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ। আমাদের মেয়েদের অভিনন্দন।' নারী দলের পেসার জাহানারা আলম লিখেছেন, 'আলহামদুলিল্লাহ। সাফ চ্যাম্পিয়নশিপের মুকুট পরার জন্য হৃদয় নিংড়ানো অভিনন্দন আমাদের বোনদের। তোমাদের জন্য গর্বিত।'