রাশিয়ার গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি বাতিল, চড়া দামে এলএনজি কার্গো কিনল ভারত
চলতি বছরের অক্টোবরে গ্যাস সরবরাহের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ভারতকে, তা সম্প্রতি বাতিল করেছে রুশ কোম্পানি। ফলে জ্বালানি সংকটের ধাক্কা সামলে নিতে দেশটির সবচেয়ে বড় গ্যাস বিতরক কোম্পানি গেইল ইন্ডিয়া (জিএআইএল ইন্ডিয়া) চড়া দামে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে বাধ্য হয়েছে।
দ্য বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট ৪০ ডলারের বেশি দাম দিয়ে তিনটি এলএনজি কার্গো কিনেছে গেইল ইন্ডিয়া। সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সোমবার (১৯ সেপ্টেম্বর) ব্লুমবার্গকে নিশ্চিত করেছেন এ তথ্য।
ভারতে এলএনজি ক্রয়ে এটিই সর্বোচ্চ রেকর্ড দাম। গত বছরেও এর অর্ধেকের কম দামে এলএনজি কিনেছিল দেশটি।
রাশিয়ার গ্যাসের শূন্যতা পূরণে হিমশিম খাচ্ছে ভারত। জ্বালানি সংকটের এই মুহূর্তে ইউরোপের সঙ্গে বাকি বিশ্বের প্রতিযোগিতা প্রাকৃতিক গ্যাসের দামকে নিয়ে গেছে সর্বোচ্চ পর্যায়ে।
ইউক্রেন আক্রমণের পর থেকে সস্তায় রুশ জ্বালানির অন্যতম ক্রেতা হয়ে উঠে ভারত। তবে কিছুদিন আগে রাশিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা গ্যাজপ্রমের একটি স্থানীয় শাখা জার্মানির নিয়ন্ত্রণে চলে যাওয়ায়, গ্যাস সরবরাহে ভারতকে দেওয়া প্রতিশ্রুতি বিঘ্নিত হচ্ছে বলে জানা গেছে। আসন্ন শীতকে সামনে রেখে ইউরোপে সরাসরি গ্যাস সরবরাহ করা হবে জার্মানির নিয়ন্ত্রণে থাকা ওই গ্যাস প্ল্যান্ট থেকে।
নিয়ন্ত্রণ নেওয়ার পর প্ল্যান্টটির নতুন নামকরণ করা হয় 'সিকিউরিং এনার্জি ফর ইউরোপ' (ইউরোপের জন্য জ্বালানি সুরক্ষা)। প্রতিষ্ঠানটি ভারতীয় কোম্পানিকে জানিয়েছে, ভারতে সরবরাহ করার মতো জ্বালানি এখন তাদের কাছে নেই। এবং অক্টোবরে ভারতকে এলএনজি'র চালান সরবরাহের যেই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তার জন্য একটি ছোট্ট জরিমানাও দিতে রাজি হয়েছে তারা।
গেইল ইন্ডিয়ার চেয়ারম্যান মনোজ জৈন জানান, গত মাসে গ্যাজপ্রমের ওই শাখার সঙ্গে আলোচনার চেষ্টা করেছিল গেইল, কিন্তু এখনও কোনো নতুন চুক্তির ঘোষণা করা হয়নি।
তিনি আরও জানান, গত মাসে ওই প্ল্যান্টের প্রতিশ্রুত ব্যর্থ সরবরাহ তেমন উল্লেখযোগ্য ছিলনা; এটি ভারতের মোট গ্যাস সরবরাহের মাত্র ১০ থেকে ১৫ শতাংশকে প্রভাবিত করেছে।
তবে রয়টার্সের প্রতিবেদনের দাবি, দীর্ঘমেয়াদে ভারতে গ্যাস সরবরাহের বিপত্তি কাটিয়ে উঠতে চেষ্টা চালিয়ে যাচ্ছে গেইল ইন্ডিয়া।
- সূত্র: বিজনেস ইনসাইডার