করোনা ছড়িয়ে পড়েছে ২০০ দেশে
করোনা ভাইরাসের কবলে ধীরে ধীরে জনজীবন স্থবির হয়ে পড়ছে বিশ্বের অধিকাংশ দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে এখন পর্যন্ত ২০০ দেশ ও স্বশাসিত ভূখণ্ডে এর বিস্তার ঘটেছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম কোভিড-১৯ ভাইরাসটির প্রাদুর্ভাব দেখা দেয়, যা একমাসের ভেতর মহামারিতে রুপ নেয়। এরপর বিশ্ব মহামারিতে রুপ নিতে সময় নেয় আরও একমাস ।
ওয়ার্ল্ডোমিটার ডটকমের সূত্রে জানা গেছে আজ মঙ্গলবার নাগাদ এতে মোট ৭ লাখ ৮৫ হাজার ৭৯৭ জন আক্রান্ত হয়েছেন। আর প্রাণহানি হয়েছে ৩১ হাজার ৮১৬ রোগীর।
আক্রান্ত সংখ্যার দিক থেকে এখন সবার শীর্ষে যুক্তরাষ্ট্র। সেখানে মোট সংক্রমিতের সংখ্যা এক লাখ ৬৪ হাজার ২৫৩ জন। আর মারা গেছেন ৩ হাজার ১৬৬ জন।
মৃতের সংখ্যার দিক থেকে পুরো বিশ্বের মাঝে শীর্ষ অবস্থানে ইতালি। সেখানে প্রাণহানি হয়েছে ১১ হাজার ৫৯১ জনের। এরপরেই আছে আরেক ইউরোপীয় দেশ স্পেন। সেখানে মোট ৭ হাজার ৭১৬ জনের প্রাণহানির কথা জানানো হয়।
আর সংক্রমণের প্রাথমিক উৎস চীনে মারা গিয়েছিলেন ৩ হাজার ৩০৫ জন।