জাতীয় গ্রিড বিপর্যয়ের পেছনে রাজনৈতিক যোগসূত্র আছে কিনা, খতিয়ে দেখা হচ্ছে: নসরুল হামিদ
মঙ্গলবার (৪ অক্টোবর) জাতীয় পাওয়ার গ্রিড বিপর্যয়ের ঘটনায় সম্ভাব্য কোনো রাজনৈতিক যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে নসরুল বলেন, 'তিনি (টুকু) কীভাবে বুঝলেন যে ভবিষ্যতে এ ধরনের (পাওয়ার গ্রিড বিপর্যয়) ঘটনা আবার ঘটবে?"
"জাতীয় গ্রিড বিপর্যয়ের পিছনে কোনো রাজনৈতিক যোগসূত্র দায়ী কিনা, আমরা তা নিশ্চিতভাবে জানি না। তবে বিষয়টি আমরা তদন্ত করছি," যোগ করেন তিনি।
কেনো এমন বিদ্যুৎ বিভ্রাট ঘটলো, সে বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নসরুল বলেন, দেশের পশ্চিম দিকের দুটি বিতরণ লাইন ট্রিপ করায় (ছিটকে যাওয়া) সরবরাহ চেইনে ব্যাঘাত ঘটে, পরবর্তীতে যার প্রভাব পড়ে পুরো দেশের ওপরে।
"তবে, কোনো ফিজিক্যাল ড্যামেজের খবর পাওয়া যায়নি। লাইন ট্রিপ হলে সেগুলো তুলে আনতে সময় লাগে। সে কারণেই বিদ্যুৎ ফিরিয়ে আনতে আমাদের কয়েক ঘণ্টা সময় লেগেছে। পুরো প্রক্রিয়ায় আমাদের খুব সতর্ক থেকে কাজ করতে হয়েছে," বলেন তিনি।