কংগ্রেসের সভাপতি নির্বাচন শুরু, ভোট দিলো গান্ধী পরিবার
কংগ্রেস সভাপতি নির্বাচনে রাহুল গান্ধীর ভোটদান নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। মনে করা হচ্ছিল, তিনি বা গান্ধী পরিবারের কেউই হয়ত সভাপতি নির্বাচনে ভোটদান করবেন না। তবে সোমবার (১৭ অক্টোবর) সকল জল্পনার অবসান ঘটিয়ে ভোট দিলেন রাহুল গান্ধী; ভোট দিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী এবং সাবেক কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারত জোড়ো পদযাত্রার মাঝেই বল্লারির অস্থায়ী ভোটকেন্দ্রে নিজের ভোট দিয়ে আসেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী।
এদিকে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীও সোমবার তার উত্তরাধিকারী নির্বাচনে ভোট দিয়েছেন। দিল্লির আকবর রোডে অবস্থিত কংগ্রেস সদর দপ্তরে নিজের ভোট দেন সনিয়া। তার সঙ্গে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীও ভোট দিতে যান।
নির্বাচন সম্পর্কে সাংবাদিকদের সনিয়া গান্ধী বলেন, "আমি দীর্ঘদিন ধরে এটির জন্য অপেক্ষা করছিলাম।"
এদিকে, আজ ভোটদান শুরুর আগে শশী থারুর তার প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ফোনে কথা বলেন বলে উল্লেখ করা হয় ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে।
দুই দশকেরও বেশি সময় পর আবারও একবার কংগ্রেস সভাপতি পদের জন্য নির্বাচন হচ্ছে আজ। মল্লিকার্জুন খাড়গে এবং শশী থারুরের ভাগ্য নির্ধারণ করবেন ৯ হাজার ৮৫০ জন প্রদেশ কংগ্রেস কমিটির প্রতিনিধিরা।
এআইসিসি'র সদর দপ্তরে আজ সকালে প্রথম ভোটদান করেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম। তার পরেই ভোট দিতে দেখা যায় জয়রাম রমেশকে। বেলা এগোনোর সঙ্গে সঙ্গে একে একে সব নেতারা গিয়ে ভোট দিয়েছেন। ভোট দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা মনমোহন সিংও।
দলের কেন্দ্রীয় নির্বাচনী কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটদানের জন্য ৬৭টি বুথ স্থাপন করা হয়েছে৷ ভোটের প্রক্রিয়া শেষ হয়ে গেলে, সমস্ত ব্যালট বাক্স দিল্লির এআইসিসি সদর দফতরে নিয়ে যাওয়া হবে৷ বুধবার (১৯ অক্টোবর) ভোটগণনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফলাফল ঘোষণা করা হবে৷