সাত মাসে ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৩.৩৮%
চলতি বছরের জানুয়ারি-জুলাই, এই সাত মাসে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পোশাক আমদানি ৪৩.৩৮ শতাংশ বেড়ে ১৩.১৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে। ইউরোপীয় পরিসংখ্যান অফিস - ইউরোস্ট্যাটের সর্বশেষ পোশাক আমদানি পরিসংখ্যান থেকে জানা গেছে এ তথ্য।
ইউরোস্ট্যাট অনুসারে, এই সাত মাসে ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক পোশাক আমদানি ২৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশ্ববাজার থেকে ইউরোপীয় ইউনিয়ন ৫৬.৩৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে ।
গত বছরের জুলাইয়ের তুলনায় চলতি বছরের জুলাইয়ে পোশাক খাতে বিশ্ববাজারে ইউরোপীয় ইউনিয়নের আমদানি বেড়েছে ২২.৭ শতাংশ; বাংলাদেশ থেকে বেড়েছে ৩৬.৯ শতাংশ।
এদিকে, চীন থেকে ইইউ এর পোশাক আমদানি এই একই সময়ে বেড়েছে ২৩.৫২ শতাংশ বা ১৪.৯৩ বিলিয়ন ডলার।
ইইউ-তে পোশাক রপ্তানিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধিসহ অন্যান্য দেশগুলো হলো– কম্বোডিয়া (৪২.৫০%), পাকিস্তান (২৮.০৫%), ইন্দোনেশিয়া (৩০.৮৬%), ভিয়েতনাম (২২.৭৮%) এবং মরক্কো (১৬.৬৭%)।
করোনা মহামারির পর চাহিদা বেড়ে যাওয়ার পাশাপাশি কাঁচামালের বর্ধিত খরচের প্রভাবে ইউরোপীয় ইউনিয়নের আমদানি পরিসংখ্যানে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।
এদিকে, সাম্প্রতিক চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনার ফলে সৃষ্ট মুদ্রাস্ফীতিতে বিশ্বেবাজারের সাথে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করে চলেছে খুচরা বিক্রেতারা।
অনেক ইউরোপীয় ব্র্যান্ডের খুচরা বিক্রয় হ্রাস পেয়েছে যা তাদের ইনভেন্টরি স্টক বাড়িয়েছে।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে ইইউ-এর আমদানি বছরের শেষ প্রান্তিকে কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।