অপরাধ দমনে ব্রিটিশ পুলিশের বাহন অটোরিকশা
বিশ্বের উন্নত দেশগুলোর পুলিশ শক্তিশালী ও দ্রুতগামী গাড়ি ব্যবহার করে। হলিউড সিনেমায় আমরা প্রায়ই পুলিশকে ভিলেইনের সঙ্গে সমানে পাল্লা দিয়ে রাস্তায় গাড়ি নিয়ে লুকোচুরি খেলতে দেখি।
কিন্তু এবার পুরোপুরি উল্টো চিত্র দেখা গেছে যুক্তরাজ্যের একটি এলাকার পুলিশের ক্ষেত্রে। ওয়েলসের গুয়েন্ট কাউন্টির পুলিশ অপরাধ দমনের কাজের জন্য অটোরিকশা ব্যবহার করতে শুরু করেছে। খবর দ্য হিন্দুস্তান টাইমস-এর।
পুলিশ সদস্যদের দিন ও রাতের টহলের জন্য ওই অটোরিকশাগুলো ব্যবহার করা হবে। এখন পর্যন্ত চারটি অটোরিকশা বাহিনীতে যোগ করা হয়েছে।
নিউপোর্ট ও আবেরগ্যাভেনি শহরের রাস্তা, পার্ক, ও অন্যান্য জনসমাগমস্থলে এসব অটোরিকশায় চড়ে টহল কাজ পরিচালনা করবেন পুলিশ ও 'অ্যাম্বাসাডর' সদস্যরা।
এ ত্রিচক্রযানগুলোর সর্বোচ্চ গতিসীমাও ঘণ্টায় ৫৫ কিলোমিটারে সীমাবদ্ধ রাখা হয়েছে। এ প্রকল্পে পুলিশের সঙ্গে রয়েছে ভারতের মাহিন্দ্রা ইলেকট্রিক।
অপরাধ প্রতিরোধের জন্য পরামর্শ খোঁজা নাগরিক, কোনো অপরাধের খবর রিপোর্ট করা ব্যক্তি, অথবা অনিরাপদ বোধ করা নাগরিকদের সেবা দেওয়াই এ অটোরিকশাগুলোর উদ্দেশ্য।
গুয়েন্ট পুলিশ জানিয়েছে, নতুন এ গাড়িগুলো ব্যবহারের বিষয়ে নাগরিকদের মধ্য থেকে দারুণ ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে।
স্থানীয় গণমাধ্যম নিউপোর্ট অনলাইন-এর ফেইসবুকে শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একজন পুলিশ কর্মকর্তা একটি অটোরিকশার চালকের আসনে বসে আছেন। বাংলাদেশের রাস্তায়ও এ ধরনের অটোরিকশা চলাচল করে। ভারতে এ পরিবহনগুলো 'টুক-টুক' নামে পরিচিত।
সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস, টাইমস নাউ