যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক
আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের ৫৭ তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ঋষি সুনাক। খবর বিবিসি'র।
আজ মঙ্গলবার (২৫ অক্টোবর) রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে সাক্ষাৎ করার পর প্রথা অনুযায়ী তাকে সরকার গঠনের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান চার্লস।
যুক্তরাজ্যে এ বছর তৃতীয় প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। এর আগে বরিস জনসন পদত্যাগের পর লিজ ট্রাস প্রধানমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু মাত্র ৪৪ দিনের মাথায় ক্ষমতা ছাড়েন তিনি।
গত দুই শতকরে মধ্যে সবচেয়ে তরুণ প্রধানমন্ত্রী হিসেবে ডাউনিং স্ট্রিটে পা রাখলেন সুনাক।
ব্রিটেনের কোনো প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের আগে রাজা বা রানির সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎকারে তাকে ক্ষমতা গ্রহণ করার আমন্ত্রণ জানান রাজা বা রানি। নিজের শাসনামালে ১৫ জন প্রধানমন্ত্রী পেয়েছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
সর্বশেষ লিজ ট্রাস রানির সঙ্গে সাক্ষাৎ করে ক্ষমতা গ্রহণ করেন। রাজা হওয়ার পর চার্লস এ প্রথম কাউকে সরকার গঠনের আমন্ত্রণ জানালেন।
প্রধানমন্ত্রী ঋষি সুনাক এখন থেকে প্রতি সপ্তাহে রাজার সঙ্গে সাক্ষাৎ করবেন। এসব সাক্ষাৎকার একান্তে অনুষ্ঠিত হয় এবং এগুলোর কোনো রেকর্ড রাখা হয় না।
ঋষি সুনাক এমন এক পরিস্থিতিতে প্রধানমন্ত্রী হলেন যখন দেশের অভ্যন্তরে ও আন্তর্জাতিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জের মুখে যুক্তরাজ্য। তাকে পদে পদে এসব সামাল দিয়ে এগিয়ে নিতে হবে দেশকে।
প্রধানমন্ত্রী হওয়ার পর ইতোমধ্যে ডাউনিং স্ট্রিটের সামনে নিজের প্রথম ভাষণ দিয়েছেন সুনাক। সেখানে তিনি বলেছেন, 'কঠিন সিদ্ধান্ত আসতে যাচ্ছে।' এ সময় তিনি যুক্তরাজ্যকে ঐক্যবদ্ধ করার অঙ্গীকার করেন।
এদিকে এক টুইটে সুনাককে অভিনন্দন জানিয়েন তাকে সমর্থন করার জন্য সকল কনজার্ভেটিভকে আহ্বান করেছেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন।
বরিস জনসন প্রধানমন্ত্রী হিসেবে দারুণসব অর্জন করেছেন বলে মন্তব্য করেছেন নতুন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে টুইটারের বায়োতে তা যুক্ত করে ফেলেছেন ঋষি সুনাক। তিনি জানিয়েছেন, 'রাজনীতিকে বাইরে রেখে দেশের স্বার্থের কথা আগে ভাববেন তিনি এবং দেশকে এগিয়ে নিয়ে যাবেন।'