বলসোনারোকে হারিয়ে আবারও ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
রোববার (৩০ অক্টোবর) ব্রাজিলের দ্বিতীয় ও শেষ দফা ভোটগ্রহণে জাইর বলসোনারোকে হারিয়ে আবারও জয়ী হয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এর মাধ্যমে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন তিনি। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেষ দফা ভোটগ্রহণে বামপন্থী লুলা পেয়েছেন ৫০.৯ শতাংশ ভোট, অন্যদিকে ডানপন্থী বলসোনারো পেয়েছেন ৪৯.১ শতাংশ। অল্পের ব্যবধানে বলসোনারোকে হারিয়ে তৃতীয় দফা ব্রাজিলের প্রেসিডেন্টের আসনে বসতে চলেছেন লুলা দা সিলভা।
ব্রাজিলের সুপ্রিম ইলেক্টোরাল কোর্ট লুলাকে ইতোমধ্যেই পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে। ৭৭ বছর বয়সী লুলা নতুন বছরের প্রথম দিন, অর্থাৎ ২০২৩ সালের ১ জানুয়ারি প্রেসিডেন্ট পদের দায়িত্ব বুঝে নেবেন। এর আগে, তিনি ২০০৩ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।
বলসোনারোকে হারিয়ে ব্রাজিলের রাজনীতিতে লুলার এমন প্রত্যাবর্তন অনেকটা অবাক করার মতো। অনেকেই বলছেন, করোনা মোকাবেলায় অদূরদর্শিতা এবং নানানরকম বিতর্কিত কাজের জন্য দিন দিন জনপ্রিয়তা হারিয়েছেন বলসোনারো। আর সে পরিপ্রেক্ষিতেই ব্রাজিলের রাজনীতিতে এমন পট পরিবর্তন হলো।
এর আগে, ২ অক্টোবর প্রথম দফা ভোটগ্রহণে প্রেসিডেন্ট পদপ্রার্থীদের কেউই ৫০ শতাংশের ওপরে ভোট না পাওয়ায় ৩০ অক্টোবর দ্বিতীয় দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেষ দফায় খুব সামান্য ব্যবধানে পরাজয় মেনে নিতে হলো বলসোনারোকে।
রোববার রাতে ফলাফল ঘোষণার পর বোলসোনারো চুপ ছিলেন এবং তার সমর্থকরা জনসমক্ষে এসে তার পরাজয় মেনে নেন।
তবে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট লুলাকে অভিনন্দন জানাতে ফোন করেননি বোলসোনারো।
জয়লাভের পর এক বক্তৃতায় লুলা বলেন, "২১৫ মিলিয়ন ব্রাজিলিয়ানের জন্য আমি কাজ করব, এবং শুধু তাদের জন্য নয় যারা আমাকে ভোট দিয়েছেন। ব্রাজিল বিভক্ত নয়, আমরা এক দেশ, এক মানুষ, এক জাতি।"