২৪ ঘণ্টার জন্য প্রিপেইড মিটার রিচার্জ বন্ধ রাখবে তিতাস গ্যাস
সিস্টেম আপগ্রেডেশনের কারণে মঙ্গলবার (১ নভেম্বর) গ্রাহকরা তাদের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ করতে পারবেন না
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রিপেইড গ্যাস মিটার রিচার্জ মঙ্গলবার ২৪ ঘণ্টার জন্য স্থগিত থাকবে।
সোমবার (৩১ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তারা।
সিস্টেম আপগ্রেডেশনের কারণে গ্রাহকরা তাদের প্রিপেইড গ্যাস মিটারে পিওএস রিচার্জ করতে পারবেন না বলে জানায় তারা।
"ভোক্তাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত," জানিয়েছে কোম্পানি।