কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির চুক্তিতে ফিরলো রাশিয়া
জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্ততায় কৃষ্ণসাগর দিয়ে শস্য রপ্তানির চুক্তিতে ফিরেছে রাশিয়া। বুধবার রাশিয়া জানিয়েছে, তারা চুক্তিটিতে পুনরায় যুক্ত হবে। এর মাধ্যমে আবারো জাহাজে করে শস্য রপ্তানি করতে পারবে ইউক্রেন। খবর রয়টার্সের
কৃষ্ণসাগরে রুশ জাহাজের বহরে ড্রোন হামলার অভিযোগে চার দিন আগে এই চুক্তি থেকে সরে যায় মস্কো। তারপর আকস্মিকভাবেই চুক্তিতে ফিরলো।
তবে ইউক্রেনের লিখিত নিশ্চয়তা পাওয়ার পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, 'বর্তমানে পাওয়া নিশ্চয়তাকে আমরা যথেষ্ট মনে করছি, তাই চুক্তি বাস্তবায়নে আবারো (রাশিয়া) অংশগ্রহণ করবে'।
গত মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এক ফোনালাপে অংশ নেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তার আগে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীর মধ্যেও আলোচনা হয়।
পুতিন- এরদোয়ান ফোনালাপের পর পরই চুক্তিতে ফেরার এই ঘোষণা দিল রাশিয়া।