সিটি বাসে ই-টিকেট চালু করবে বিআরটিসি
বেসরকারি কোম্পানিগুলোর পর এবার রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনও (বিআরটিসি)- আগামী মাস থেকে তাদের পরিচালিত সকল সিটি বাসকে ই-টিকেট এর আওতায় আনার পদক্ষেপ নিয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১৫ নভেম্বর) থেকে গাজীপুর-ঢাকা রূটে পরিচালিত ৭১টি বাসে ই-টিকেট চালু করবে বিআরটিসি। এরপর পর্যায়ক্রমে ঢাকা মহানগরী এবং আশেপাশের এলাকায় চলাচলকারী সব বাসকে এর আওতায় আনা হবে।
বিআরটিসির মহাব্যবস্থাপক এবং মুখপাত্র আমজাদ হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ডিসেম্বর নাগাদ রাজধানী ও এর আশেপাশের এলাকায় চলাচলকারী সব বাসেই আমরা ই-টিকেট চালু করতে চাই। এটা ধাপে ধাপে করা হবে। তারই অংশ হিসেবে, গাজীপুর থেকে ঢাকার বিভিন্ন গন্তব্যে চলাচলকারী ৭১টি বাসে ই-টিকেট চালু করছি'।
'আগের বছর থেকেই আমরা ঢাকার আটটি রুটের পরিচালিত বাসে এই ব্যবস্থার পরীক্ষামূলকভাবে চালু করে দেখেছি। এতে সফল হওয়ায়, বিআরটিসি আরও সামনে অগ্রসর হচ্ছে'- যোগ করেন তিনি।
ই-টিকেট ব্যবস্থা যাত্রীদের হয়রানি দূর করে সঠিক সেবাপ্রাপ্তি নিশ্চিত করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ঢাকা মহানগরী ও আশেপাশের এলাকার ৪০ রুটে ৩৫০টি বাস পরিচালনা করছে বিআরটিসি।
এর আগে রোববার (১৩ নভেম্বর) প্রায় ৩০টি বেসরকারি কোম্পানি মিরপুর থেকে পরিচালিত সব বাসে ই-টিকেট চালুর ঘোষণা দেয়।