ভণ্ডামি রেখে ইউরোপীয়দের ক্ষমা চাইতে বললেন ফিফা প্রধান
বিশ্বকাপের দামামা বেজেছে বেশ আগেই, রাত পোহালেই শুরু 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।' কিন্তু এখনও থামেনি আয়োজক কাতারকে নিয়ে সমালোচনা। নানামুখী এই আলোচনায় ক্ষুব্ধ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কাতারের মানবাধিকার রেকর্ড নিয়ে করা প্রতিবেদন তার চোখে ইউরোপিয়ানদের 'ভণ্ডামি'।
কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়ে কথা বলার আগে নিজেদের কৃতকর্মের জন্য ইউরোপীয়দের ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ইনফান্তিনো। তিন হাজার বছর ধরে ইউরোপীয়রা যা করে আসছেন, সেটার জন্য আগামী তিন হাজার বছর ক্ষমা চাওয়া উচিত বলে মনে করেন ফিফা প্রধান।
কাতার বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়ার পর থেকেই সমালোচনা হয়ে আসছে। শুরুতে ব্যাপারটি সীমাবদ্ধ ছিল কেবল দেশটির গরম আবহাওয়ায়। পরে যোগ হয় ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুমের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তটি। এরপর মানবাধিকার রেকর্ড, অভিবাসী শ্রমিকদের সঙ্গে কর্তৃপক্ষের 'অমানবিক আচরণ' এবং দেশটির আইনে সমকামিতাকে অপরাধ হিসেবে তুলে ধরার মতো বিষয়গুলো নিয়ে সমালোচনা তৈরি হয়।
সবচেয়ে বড় করে উপস্থাপন করা হয় অভিবাসী শ্রমিকদের অধিকারের বিষয়টি। গত বছরের শুরুর দিকে ব্রিটিশ পত্রিকা 'দ্য গার্ডিয়ান'- এর এক প্রতিবেদনে বলা হয়, কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর দেশটিতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার অন্তত সাড়ে ৬ হাজার অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে।
বিশ্বকাপ শুরুর আগের দিন দোহায় সংবাদ সম্মেলনে অনেক বিষয় নিয়ে কথা বলেন ইনফান্তিনো। প্রায় এক ঘণ্টার দীর্ঘ এই সংবাদ সম্মেলনে কাতারের সমালোচকদের কড়া ভাষায় জবাব দেন তিনি। ফিফা প্রধান বলেন, 'কিছু ইউরোপীয়দের কাছ থেকে, কিছু পশ্চিমা বিশ্ব থেকে আমাদের অনেক শিক্ষা নিতে বলা হয়েছে। আমি নিজে ইউরোপিয়ান। আমার মনে হয়, বিশ্বব্যাপী আমরা ইউরোপীয়রা গত ৩ হাজার বছর ধরে যা করে আসছি, কাউকে নীতিকথা শোনানোর আগে সেগুলোর জন্য পরবর্তী ৩ হাজার বছর আমাদের ক্ষমা চাওয়া উচিত।'
অভিবাসী শ্রমিকদের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, 'ইউরোপীয় কোম্পানিগুলো কাতার বা এই অঞ্চলের অন্যান্য দেশে প্রতি বছর মিলিয়ন মিলিয়ন, বিলিয়ন বিলিয়ন আয় করে। তাদের মধ্যে কয়টি কোম্পানি কাতারে অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছে? আমার কাছে উত্তর আছে, কেউই কথা বলেনি। কারণ, আইন পরিবর্তন করলে তাদের লাভ কম হতো। তবে আমরা (ফিফা) করেছি। ফিফা কিন্তু কাতার থেকে এই কোম্পানিগুনোর যে কোনোটির চেয়ে অনেক অনেক কম লাভ করেছে।'