কাতারে এশিয়ান চমক চলছেই, উরুগুয়েকে রুখে দিল দক্ষিণ কোরিয়া
কাতার বিশ্বকাপ যেন অঘটনের পসরা সাজিয়ে বসেছে। আরব বসন্তের পর এবার এশিয়ান দলগুলোর চমক দেখানো অব্যাহত রয়েছে। জার্মানিকে হারিয়ে দিয়ে জাপান তো আগেই ইতিহাস সৃষ্টি করেছে, এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন, লাতিন পরাশক্তি উরুগুয়েকে গোলশূন্য রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়াও।
এশিয়ান দলগুলোর একসাথে একই বিশ্বকাপে ভালো করার খুব বেশি নজির নেই। তবে কাতার বিশ্বকাপ সেটির ব্যতিক্রম। সৌদি আরব, জাপান, দক্ষিণ কোরিয়া চমক দেখাচ্ছে একসাথে। উরুগুয়ের সঙ্গে সমানতালে লড়ে দক্ষিণ কোরিয়া বজায় রেখেছে এশিয়ার দলগুলোর চমক দেখানো।
দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে চোখে চোখ রেখেই লড়েছে সন হিউয়েং মিনের দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ান গায়ক জাংকুক নিজের গান দিয়ে মাতিয়েছেন গোটা দুনিয়াকে। এবার তার দল মাঠের খেলায়ও চমকে দিল ফুটবল বিশ্বকে।
সৌদি আরব আর জাপানের থেকে অনুপ্রেরণা নিয়েই কিনা লাতিন পরাশক্তি উরুগুয়েকে ঠেকিয়ে দিয়েছে পাওলো বেন্তোর শিষ্যরা। বিশ্বকাপের ড্র দেখার পর উরুগুয়ে হয়তো মনে হয়েছিল এই দক্ষিণ কোরিয়ার সঙ্গেই সবথেকে সহজ ম্যাচ হবে তাদের। কিন্তু কাতার বিশ্বকাপ যে ফেভারিট তকমাধারীদের খুব সহজে পার হতে দিচ্ছে না। সেটিরই আরেকটি উদাহরণ গড়ল দক্ষিণ কোরিয়া।
গ্রুপ 'এইচ' এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় উরুগুয়ে এবং দক্ষিণ কোরিয়া। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে উরুগুয়ের তুলনায় কোরিয়াই নিয়ন্ত্রণ নিয়ে খেলে। প্রথমার্ধে গোলের সবথেকে সেরা সুযোগটি পেয়েছিলেন কোরিয়ার উই জো। ডি-বক্সে ফাঁকা থেকেও বল বারের উপর দিয়ে মারেন তিনি। উরুগুয়ে অধিনায়ক ডিয়েগো গডিনের হেড ফিরে আসে বারে লেগে।
দ্বিতীয়ার্ধে উরুগুয়ে গোল করার জন্য মরিয়া হয়ে উঠলেও কোরিয়ার রক্ষণ ভাঙতে পারেননি সুয়ারেজ-কাভানি-ভালভার্দেরা। ম্যাচের ৮৮ মিনিটে ভালভার্দের জোরালো শট আবারও বারে লেগে বাইরে চলে যায়। অনেকটা ভাগ্যের প্রতিকূলতায় গোল পায়নি উরুগুয়ে। ম্যাচটি গোলশূন্য অবস্থাতেই শেষ হয়।
এই ড্রয়ের ফলে দুই দলই এক পয়েন্ট করে পেল। তবে দক্ষিণ কোরিয়ার কাছে এই ড্র জয়ের থেকে কোনো অংশেই কম নেয়। আর উরুগুয়েও সম্পূর্ণ ৩ পয়েন্ট পাওয়ার সুযোগ হাতছাড়া করল।
ম্যাচে বল দখলের লড়াই থেকে শুরু করে গোলের প্রচেষ্টায় উরুগুয়েই এগিয়ে ছিল। ৫৬% বল দখলে রাখার পাশাপাশি ১০ বার গোলের চেষ্টা করে তারা, অপরদিকে কোরিয়ার ৭ টি প্রচেষ্টার একটিও লক্ষ্যে ছিল না।
নিজেদের পরবর্তী ম্যাচে উরুগুয়ে মুখোমুখি হবে পর্তুগালের, দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষ ঘানা।