তাকে বলা হতো মেসির উত্তরসূরি, তিনি এখন কফি বিক্রি করেন!
বলা হয়েছিল, বার্সেলোনায় মেসির উত্তরসূরি হবেন আনসু ফাতি। কিন্তু, দেখা যাচ্ছে পেশাদার ফুটবলের সাথে সাথে ব্যবসাতেও দারুণ আগ্রহ বার্সার তরুণতম তারকার। স্প্যানিশ বাস্কটেবল খেলোয়াড় মার্ক গ্যাসলের সাথে ফাতি পার্টনারশিপে বিনিয়োগ করেছেন কফির ব্যবসায়। খবর এলফুটবলোরোর।
তবে উদ্যোগটা অভিনব, কারণ স্পেনের প্রথম স্পেশালিটি কফি- 'ফিনকা কফি'তে যাচ্ছে এ বিনিয়োগ।
বিনিয়োগকারী উভয় ক্রীড়াবিদই আবার ভীষণ কফিভক্ত। সেই ভালোবাসা থেকে এ ব্যবসার শুরু, তা বলাই যায়। তবে স্পেশালিটি কফির ব্র্যান্ড প্রতিষ্ঠায় ঝুঁকি আর প্রতিযোগিতা দুইই আছে। সানন্দেই সেটা নিচ্ছেন ফাতি ও গ্যাসল।
ক্রীড়া জগতের অন্য সেলিব্রেটিরাও যোগ দিয়েছেন তাদের দলে। এদের মধ্যে আছেন- রায়ে ভ্যালেকানো ফ্যালকাও, মারিও সুয়ারেজ, অস্কার তেরেজো, আটলাটিকো মাদ্রিদের সাবেক গোলকিপার মিগুয়েল অ্যাঙ্গেল ময়া-সহ প্রমুখ।
ক্রীড়াবিদদের জীবনে কফির গুরুত্ব বাড়ছে কেন?
কফির নিজস্ব গুণাগুণ তো আছেই, তার সাথে যোগ হয়েছে আনসু ফাতির মতো নবীন তুর্কিদের এনিয়ে ব্যাপক মাতামাতি। এ দেখে উৎসাহী হয়েছেন আরও অনেক ক্রীড়াবিদই। তারা শুধু পান করেই ক্ষান্ত নন, এর ব্যবসাতেও বিনিয়োগ করছেন, কেউবা হচ্ছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
২০০৯ সালে 'ফিনকা কফি' উদ্যোগটি যাত্রা শুরু করে জনাথন মোরালের হাত ধরে। স্পেনের বিশেষায়িত কফির বাজারে এগিয়ে রয়েছে ব্র্যান্ডটি। স্পেনের বাইরে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও জার্মানিতেও রয়েছে তাদের ব্যবসায়িক কার্যক্রম।