'ফিফা সব সময় উরুগুয়ের বিপক্ষে থাকে'
নিজের শেষ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে লুইস সুয়ারেজ এবং তার দল উরুগুয়েকে। ঘানার বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে জিতেও শেষরক্ষা হয়নি লাতিন আমেরিকান দলটির, কারণ গ্রুপের অন্য ম্যাচে পর্তুগালকে হারিয়ে গোল ব্যবধানে নক-আউট পর্বে উঠেছে দক্ষিণ কোরিয়া।
বাদ পড়ার পর ফিফা এবং এবারের বিশ্বকাপের রেফারিং নিয়ে তুমুল সমালোচনা করেছেন লুইস সুয়ারেজ। এই প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকারের দাবি, ফিফা সবসময়ই উরুগুয়ের বিরুদ্ধে থাকে।
সুয়ারেজের এই মন্তব্যের পেছনে কারণও দেখিয়েছেন তিনি। মাত্র এক গোলের ব্যবধানে বাদ পড়তে হয়েছে উরুগুয়েকে, এবং সেটি রেফারির ভুলেই হয়েছে বলে দাবি সুয়ারেজের।
ঘানার বিপক্ষে দারউইন নুনেজ এবং এডিনসন কাভানির দু'টি পেনাল্টির দাবি নাকচ করে দেন রেফারি, সুয়ারেজের কাছে যেগুলো ছিল পরিস্কার পেনাল্টি, 'নুনেজ আর কাভানির পেনাল্টি দেয়নি রেফারি, অথচ দু'টি পেনাল্টিই স্পষ্ট ছিল। এরকম আরও ভুল সিদ্ধান্ত দেয়া হয়েছে আমাদের বিপক্ষে। এটা অজুহাত নয় কিন্তু রেফারিং বাজে হয়েছে এটাই সত্যি।'
পর্তুগালে বিপক্ষে ম্যাচেও শেষদিকে উরুগুয়ের বিপক্ষে বিতর্কিত পেনাল্টি দেন রেফারি, সেটি থেকে গোল করে উরুগুয়ের গোল পার্থক্য আরো কমিয়ে দেন ব্রুনো ফার্নান্দেজ। সেটির দিকেও ইঙ্গিত করেছেন সুয়ারেজ।
তবে সুয়ারেজ সবথেকে বড় মন্তব্যটা করেছেন ফিফাকে উরুগুয়ের বিরুদ্ধাচারী বলে, 'ফিফা সবসময়ই উরুগুয়ের বিপক্ষে থাকে। তাদের সাহায্য পেতে উরুগুয়েকে সম্ভবত আরও শক্তিশালী কিছু হতে হবে।'
ঘানার বিপক্ষে ম্যাচ শেষে নিজের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন সুয়ারেজ, ফিফার লোকজম তাকে সেটি করতে দেয়নি বলেও অভিযোগ সুয়ারেজের।