করোনা সন্দেহে রোগীকে হাসপাতালের মাঠে ফেলে যান স্বজন, সেখানেই মৃত্যু
নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে স্বজনদের অবহেলায় জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ওই ব্যক্তির নাম নরোত্তম সরকার (৫৫)। তিনি মোহনগঞ্জ উপজেলার মল্লিকপুর গ্রামে বাসিন্দা।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নরোত্তম সরকার কয়েকদিন ধরে জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসার উদ্দশ্যে শুক্রবার সন্ধ্যায় তিনি মোহনগঞ্জ সদরের আল মুবিন রোড (দত্তপাড়া) এলাকায় তার ভাগ্নের বাসায় আসেন। ভাগ্নে বউ মিতু রানী শনিবার সকাল ১০টার দিকে তাকে নিয়ে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এ সময় চিকিৎসকরা তার উপসর্গ দেখে তিনি করোনায় আক্রান্ত হতে পারেন বলে সন্দেহ করেন। এজন্য চিকিৎসকরা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে তাকে অক্সিজেন দেন এবং নেবুলাইজড করে বাসায় নিয়ে যেতে বলেন। কিন্তু মিতু রানী করোনার ভয়ে ওই রোগীকে বাসায় না নিয়ে হাসপাতালের মাঠে রেখে চলে যান। সারাদিন অসুস্থ শরীর নিয়ে মাঠে অবস্থানের পর বিকেলে তিনি মারা যান।
মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাঃ সুবীর সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "ওই রোগী মারা যাওয়ার পর উপস্থিত লোকজন বিষয়টি আমাদের অবগত করেন। আমরা তার স্বজনদের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে।"
তিনি আরও জানান, ওই রোগী দুই সপ্তাহ আগে ঢাকা থেকে এসেছেন বলে আমরা জানতে পেরেছি।