১০ ডিসেম্বর রাস্তাঘাটে সমাবেশের অনুমতি পাবে না বিএনপি: ডিএমপি
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ১০ ডিসেম্বর বিভাগীয় গণসমাবেশের দিন বিএনপির নেতাকর্মীরা মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার চেষ্টা করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা তাদের বাধা দেবে।
"আমরা বিএনপিকে শুধু সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছি। সেখানেই তাদের সমাবেশ করতে হবে।"
আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ সামনে রেখে সমাবেশস্থল নির্ধারণ বিষয়ে সোমবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, রাস্তাঘাটে সমাবেশ করতে দিলে জনদুর্ভোগ চরম হবে। 'শুধু যান চলাচল নয়, সাধারণ মানুষের দৈনিক জীবনযাত্রাও এতে ব্যাহত হবে। প্রধানত এই কারণেই এসব জায়গায় (নয়া পল্টনে) সমাবেশ করতে দেওয়া যায় না'।
গণসমাবেশের ভেন্যু হিসেবে বিএনপি– আরামবাগের কথাও বলেছে, এটাও নাকচ করে ডিএমপি প্রধান বলেন, 'ওই জায়গা চলাচলের রাস্তার অংশ, রাজনৈতিক সমাবেশের কারণে আমরা নগরবাসীকে দুর্ভোগের মধ্যে ফেলতে পারি না'।
নাম না প্রকাশের শর্তে ডিএমপির একটি সূত্র দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানায়, একটি সিএনজি রিফুয়েলিং স্টেশনের সামনে প্রধান মঞ্চ স্থাপন করতে চায় বিএনপি। এটাও একটা রাস্তার পাশে। 'তাই আমরা আশা করি, তারা শেষপর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার সিদ্ধান্ত নেবে'।
ডিএমপির মতিঝিল ডিভিশনের ডেপুটি কমিশনার হায়াতুল ইসলাম খান টিবিএসকে জানান, সোহরাওয়ার্দী উদ্যানে করলে কী সমস্যা– সেটা তারা বিএনপি নেতাদের কাছে জানতে চেয়েছেন।
তিনি বলেন, 'কোনো সমস্যা থাকলে তারা আগে আমাদের জানাবেন, আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। আশা করি, তারা সোহরাওয়ার্দী উদ্যানে শান্তিপূর্ণভাবে সমাবেশ করবে'।
এর আগে গত ২৯ নভেম্বর বিএনপিকে ২৬ শর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পরের দিনই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোহরাওয়ার্দী উদ্যানের বদলে নয়া পল্টনে সমাবেশ করতে দিতে সরকারের প্রতি আহ্বান জানান।
গত বুধবার পুলিশ জানায়, সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে চাইলে তাতে বাধা দেওয়া হবে।