দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচি আজ
বুধবার (৭ ডিসেম্বর) রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের সংঘর্ষ এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বুধবার দলটির জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে।
প্রসঙ্গত, ২০০৭ সালের ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ থাকার অভিযোগে দায়ের করা মামলায় তারেক রহমানকে চলতি বছরের ২৫ জুন হাইকোর্ট 'পলাতক' ঘোষণা করে। তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বাস করছেন।
আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে বুধবার (৭ ডিসেম্বর) বিএনপির শতাধিক নেতাকর্মী রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হন।
পরে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। নিহতের নাম মকবুল হোসেন (৩০)।
আহত আরও প্রায় ২০ কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বুধবারের সংঘর্ষে বিএনপির দুই নেতা নিহত এবং অন্তত শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। পুলিশ সেসময় বিএনপির নয়াপল্টন কার্যালয় ঘেরাও করে রাখে।
আটককৃতদের মধ্যে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস সহ অনেক নেতাকর্মী।