বিএনপির সমাবেশ ঘিরে ঢাকায় পরিবহন সংকট, ভোগান্তিতে যাত্রীরা
১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকার রাস্তার বাসের সংখ্যা স্বাভাবিকের চেয়ে তুলনামূলক কম থাকায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। সহিংসতা ও ভাঙচুরের আশঙ্কায় অনেক বাস মালিক বাস চালানো বন্ধ রেখেছেন।
বুধবার (৭ ডিসেম্বর) সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয়।
বৃহস্পতিবার সকালে নয়াপল্টনের আশপাশের এলাকায় সাঁজোয়া যানসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
বিজয়নগরের নাইটিংগেল মোড় ও ফকিরাপুল মোড়ে ব্যারিকেড বসিয়েছে পুলিশ। পরিচয়পত্র দেখানো ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার সকালে বিএনপি কার্যালয়ের সামনে কোনো যানবাহন দেখা যায়নি।
বিএনপির নেতাকর্মীরা ব্যারিকেড উপেক্ষা করে এলাকায় প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকতে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।