চট্টগ্রামে বেতনের দাবিতে রাস্তা অবরোধ গার্মেন্টস শ্রমিকদের
চট্টগ্রামের বহদ্দারহাট বাদুরতলা এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এমএম অ্যাপারেল নামে একটি পোশাক তৈরির কারখানার দুই শতাধিক শ্রমিক।
রোববার বেতন দেওয়ার কথা থাকলেও মালিকপক্ষ তা না দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেন বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক দেওয়ান কৌশিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, এমএম অ্যাপারেলের শ্রমিকরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। রোববার শ্রমিকদের বেতন দেওয়ার আশ্বাস দিয়েছিল প্রতিষ্ঠানটির মালিকপক্ষ। সে অনুযায়ী শ্রমিকরা সকাল থেকে অপেক্ষা করছিলেন। কিন্ত মালিকপক্ষ বেতন না দেওয়ায় তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।
এদিকে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ শুরু করলে চকবাজার থেকে বহদ্দারহাটমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এক ঘণ্টা পর পুলিশ তাদেরকে রাস্তা থেকে সরিয়ে দেয়।
পাঁচলাইশ থানার ওসি আবুল কাশেম ভূঁইয়া বলেন, দুপুর ১২টার দিকে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে পুলিশ গিয়ে মালিক ও শ্রমিকের সঙ্গে কথা বলে। এরপর বেতন আদায় করে দেওয়ার আশ্বাস পেয়ে শ্রমিকরা সড়ক থেকে সরে গেছেন। রোববার রাতে মালিক ও শ্রমিকপক্ষের লোকজনের সঙ্গে পাঁচলাইশ থানায় বৈঠকে হবে।
এদিকে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তারা রিসিভ করেননি।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশের গার্মেন্টসগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে অনেকগুলো কারখানার মালিক এখনো শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। তাই দেশের বিভিন্ন জায়গার পোশাক কারখানার শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করছেন।