আর্সেলরমিত্তাল কারখানায় হামলা চালিয়ে হিমার্স রকেট ও উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার
রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলে কয়েক ডজন হিমার্স রকেট ও দুটি মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম (এমএলআরএস) ধ্বংস করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্রে এ খবর জানিয়েছে দ্য ইউরেশিয়ান টাইমস।
মন্ত্রণালয়টির মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল ইগর কানশেঙ্কভ গতকাল (৭ ডিসেম্বর) জানিয়েছেন, দেশটির বাহিনী ইউক্রেনের ক্রিভয় রগ শহরের আর্সেলরমিত্তাল ধাতু কারখানায় নিখুঁত হামলার মাধ্যমে ৭০টি হিমার্স রকেট ও দুটি এমএলআরএস ধ্বংস করেছে।
এ হামলায় আরও চারটি এমএলআরএস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলেও জানান তিনি।
তবে রাশিয়ান মন্ত্রণালয়ের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। যদিও গত ৫ ডিসেম্বর দেশটির একটি মিসাইল ক্রিভয় রগের আর্সেলরমিত্তাল প্ল্যান্টে আঘাত হেনেছিল। ইউক্রেনের দাবি অনুযায়ী ওই হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছিলেন।
কোনাশেঙ্কভ আরও জানিয়েছেন, দনেৎস্ক অঞ্চলে গোলাবারুদের সংরক্ষণাগারসহ আরেকটি হিমার্স এমএলআরএস ধ্বংস হয়েছে।
শীত রাশিয়ার পক্ষে
মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি হালকা রকেট উৎক্ষেপণ ব্যবস্থা হিমার্স শীতকালে পূর্ব ইউরোপে কার্যকরীভাবে ব্যবহারের অনুপযুক্ত; সামরিক বিশেষজ্ঞদের এ মতামতের পর হিমার্সের বিরুদ্ধে এমন সাফল্যের দাবি করল রাশিয়া।
গত গ্রীষ্মে হিমার্স হাতে পায় ইউক্রেন। এরপর যুদ্ধক্ষেত্রে সাফল্যের সঙ্গে হিমার্স ব্যবহার করতে শুরু করে দেশটি। তবে সম্প্রতি রাশিয়ার সেনাবাহিনীর একজন কর্মকর্তা দেশটির সংবাদসংস্থা আরআইএ নভোস্তির কাছে দাবি করেছেন, শীত শুরু হওয়ার পর থেকে হিমার্স-এর ব্যবহার অনেক কমিয়ে দিয়েছে ইউক্রেন।
ভারতীয় বিমানবাহিনীর ভেটেরান ও সামরিক বিশ্লেষক বীজেন্দর কে. ঠাকুর এর আগে দ্য ইউরেশিয়ান টাইমস-কে বলেছিলেন, ইউক্রেন বাহিনী শীত শুরু হওয়ার পর থেকেই পত্রহীন বৃক্ষের কারণে শত্রুর চোখের আড়ালে অবস্থান করতে না পারা, বরফ ও কাদার মধ্যে চলতে সমস্যা, বিশেষ জ্বালানি ও লুব্রিকেন্টের অভাব ইত্যাদি সমস্যায় ভুগতে শুরু করেছে।
মার্কিন হিমার্স এমএলআরএস খুব দ্রুত হামলা চালিয়ে গাছপালা ও জঙ্গলের আড়ালে হারিয়ে যেতে পারে। ফলে আকাশ থেকে রাশিয়ান বিমান বা অন্য কোনো নজরদারি ডিভাইসের পক্ষে এগুলোকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। কিন্তু বর্তমানে শীতের কারণে ইউক্রেনে সবুজের বালাই নেই। ফলে এখন হিমার্স-এর হামলার পর গা-ঢাকা দেওয়ার সুযোগও কমে গেছে।
হিমার্সকে শতভাগ প্রতিহত করার দাবি রাশিয়ার?
হিমার্স এমএলআরএস ও রকেট ধ্বংসের পাশাপাশি রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের ওলকা ও উরাগান এমএলআরএস উৎক্ষেপণ ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত রকেট ধ্বংস করেছে বলেও দাবি উঠেছে।
রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন সফটওয়্যার হাতে পেয়েছে। এ সফটওয়্যার ব্যবহার করে তারা 'কোনো অসুবিধা ছাড়াই' ইউক্রেনের নিক্ষিপ্ত হিমার্স রকেট ভূপাতিত করতে পারে বলে জাপোরিঝিয়া এলাকার রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ইউনিটের এক কমান্ডার স্থানীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছেন।
তিনি তার মন্তব্যে হিমার্সকে রাশিয়ান বাহিনীর জন্য বর্তমানে একটি 'সাধারণ লক্ষ্যবস্তু' হিসেবে বর্ণনা করেছেন।
রাশিয়ান বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ সফটওয়্যারটি দিয়ে রাশিয়া হিমার্সের যাত্রাপথ প্রায় শতভাগ নির্ভুলভাবে গণনা করতে পারে। ফলে রাশিয়া এখন আগের চেয়ে সফলভাবে হিমার্স রকেট ভূপাতিত করতে পারছে।
তবে রাশিয়ান থিংক ট্যাংক এমজিআইএমও সেন্টার ফর মিলিটারি-পলিটিক্যাল স্টাডিজ-এর পরিচালক অ্যালেক্সি পডবেরেজকিন স্পুটনিক রেডিওতে বলেছেন, নীতিগতভাবে, নতুন সফটওয়্যার ব্যবহারের আগেও রাশিয়া ইউক্রেনের ৭৫-৮০ শতাংশ হিমার্স মিসাইল ভূপাতিত করতে পেরেছিল। তবে এ হার কখনো শতভাগ ছিল না।
সবমিলিয়ে এখন মনে হচ্ছে রাশিয়া হিমার্স ধ্বংসের জন্য উঠেপড়ে লেগেছে। আর যদি দেশটির হিমার্সের বিরুদ্ধে সর্বশেষ সাফল্যের দাবি সত্য হয়, তাহলে বলা যায় তাদের প্রচেষ্টা বৃথা যাচ্ছে না।