মরক্কোর খেলোয়াড় মাথায় চুমু খেলেও কেন প্রতিক্রিয়া দেখাননি কেন পেপে?
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো-পর্তুগালের ম্যাচে পর্তুগিজ ডিফেন্ডার পেপের টাকে চুমু খেয়েছেন মরক্কোর খেলোয়াড় জাওয়াদ আল ইয়ামিক। বরাবরই রাগী মেজাজের জন্য পরিচিত পেপে আশ্চর্যজনকভাবেী ঘটনায় কোনোরকম প্রতিক্রিয়া দেখাননি।
ম্যাচের প্রথমার্ধেই মরক্কোর কাছে এক গোল খাওয়ার পর গোল শোধ করতে মরিয়া হয়ে ছিল পর্তুগাল। দ্বিতীয়ার্ধে ৩৯ বছর বয়সী পেপে হেড দিয়ে মরক্কোর জালে একটি গোল দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন। এই সময়ে জাওয়াদ আল ইয়ামিক তার পাশেই ছিলেন। পেপের ব্যর্থতা তার দলের সেমিফাইনালে যাওয়ার পথ সুগম করেছে বলেই সাথেসাথে পর্তুগিজ ডিফেন্ডারের মাথায় চুমু দিয়ে বসেন তিনি!
ম্যাচের পর আর্জেন্টাইন রেফারিকে নিয়ে গুরুতর অভিযোগ তোলা পেপে হেডে গোল করতে না পারার শকে ছিলেন বলেই হয়তো তিনি কোনোরকম প্রতিক্রিয়া দেখাননি অথবা অন্যমনস্ক ছিলেন বলে বিষয়টি তার নজর এড়িয়ে গেছে।
আরেকটি ব্যাখ্যা দাঁড় করালে দেখা যায়, পেপে হয়তো তখন লিওনেল মেসিকে নিয়ে ভাবছিলেন যার জন্য জাওয়াদকে তিনি এড়িয়ে গেলেন। ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে তিনি আর্জেন্টাইন রেফারিকে নিয়ে কট্টর সমালোচনা করে বলেন, মেসিকে বিশ্বকাপ জেতাতেই তাদের বিপক্ষে ছিলেন ম্যাচ রেফারি।
রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় পেপে মেসিকে ডিফেন্ড করেছেন অসংখ্যবার। বিশ্বকাপের মঞ্চে ফাইনালে দেখা পেতে পারতেন মেসির। কিন্তু কোয়ার্টার ফাইনালে মরক্কোর কাছে পরাজয় সে আশা শেষ করে দিয়েছে। এবং এও সত্যি যে পেপে এতটাই হতাশ ছিলেন ম্যাচজুড়ে যে মরোক্কান খেলোয়াড়ের অশোভন আচরণের কোনো প্রতিক্রিয়া পর্যন্ত তিনি দেখাননি!
সূত্র: মার্কা