'খেলা নষ্ট করার জন্য লম্বা খেলোয়াড়দের নামানো হয়েছে', নেদারল্যান্ডস কোচকে কটাক্ষ মেসির
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচের উত্তাপ ছড়িয়েছে মাঠ থেকে মাঠের বাইরেও। ম্যাচটি শুধু মাঠে দুই দলের খেলোয়াড়ের ঝামেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রথমে রেফারিকে নিয়ে অভিযোগ এবং পরবর্তীতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি কটাক্ষ করেছেন নেদারল্যান্ডস কোচ লুই ফন গালের কোচিং কৌশলকে।
সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি বলেন, "লুই ফন গাল দাবি করেছেন তারা ভালো ফুটবল খেলেন। কিন্তু প্রকৃতপক্ষে তিনি বাজে কৌশল হিসেবে খেলা নষ্ট করার জন্য আমাদের বিপক্ষে লম্বা লম্বা খেলোয়াড় নামিয়েছেন এবং দীর্ঘ পাসে আক্রমণ করার চেষ্টা করেছেন।"
মেসি আরও বলেন, "আর্জেন্টিনাই সেমিতে যাওয়ার জন্য সেরা চারটি দলের একটি ছিল। কেননা আমরাই দেখিয়েছি যে, গোটা ম্যাচে কিভাবে ইচ্ছাশক্তি ও তীব্রতা বজায় রেখে সমানতালে খেলতে হয়।"
শ্বাসরুদ্ধকর এ ম্যাচটিতে নির্ধারিত সময়ে আর্জেন্টিনা গোল ব্যবধানে এগিয়ে থাকলেও বিপত্তি বাঁধে যখন ১০ মিনিট অতিরিক্ত সময়ের একদম শেষ মিনিটে ফ্রি কিক থেকে গোল করে বসে নেদারল্যান্ডস। ম্যাচের অন্তিম মুহূর্তে নেদারল্যান্ডসের ২-২ গোলে সমতায় ফেরা নিয়ে মেসি বলেন, "ম্যাচটিতে আমাদের অতিরিক্ত সময়ে কিংবা পেনাল্টি শুটআউটে যাওয়ার কথা ছিল না। তবুও আমাদের সেই দুর্ভোগ পোহাতে হয়েছে। আমরা অতিরিক্ত সময় ও পেনাল্টি শ্যুটআউটের মুখোমুখি হয়েছি এবং আমরা শেষে দারুণ করেছি।"
এদিকে ম্যাচের আগে ডাচ কোচ লুই ফন গাল আর্জেন্টাইন তারকা মেসিকে উদ্দেশ্য করে বলেছিলেন, "বল যখন আর্জেন্টিনার কাছে থাকবে না, তখন তো মেসির কোনো কাজ নেই।" আর এ বক্তব্যকে হালকাভাবে নেননি মেসি। তাই সাধারণত মাঠে 'গুড বয়' হিসেবে খ্যাত মেসি ম্যাচ শেষে তেড়ে গিয়েছিলেন ডাচ কোচের দিকে। হাত দিয়ে অঙ্গিভঙ্গি করে লুই ফন গালকে বলেছিলেন, "বেশি কথা বলো না।"
পরবর্তীতে মেসিকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ম্যাচের আগে ফন গালের মন্তব্যে আমি অসম্মানিত বোধ করেছি। কিছু ডাচ খেলোয়াড় খেলার সময় বেশি কথা বলছিলেন।"
অন্যদিকে এ ম্যাচে ৪৫ বছর বয়সী স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহোজ হলুদ কার্ড দেখিয়েছেন মোট ১৭ বার। আর এই হলুদ কার্ডের মধ্যে দুই দলের খেলোয়াড় তো আছেনই, কোচিং স্টাফরাও বাদ যাননি। তাই ম্যাচের পরে নিজেকে সামলে রাখতে না পেরে মেসি রেফারিকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করে বসেন।
এলএমটেন বলেন, "আমি যা ভাবছি তা বলা ঠিক হবে না তবুও ফিফার এই বিষয়টি দেখা উচিত। তাদের এই ম্যাচে এমন একজন রেফারিকে দেয়া উচিত হয়নি যার এমন খেলা পরিচালনা করার যোগ্যতা নেই।"
এছাড়াও ম্যাচটি চলাকালেও পরস্পরের বিপক্ষে ঝামেলায় জড়ান দু'দলের খেলোয়াড়রা। ম্যাচের এক পর্যায়ে পারেদেস ডাচ খেলোয়াড় নাথান আকের উপর বাজেভাবে ফাউল করে বসেন ও ডাচ বেঞ্চ লক্ষ্য করে বল উড়িয়ে মারেন। এমতবস্থায় ডাচ অধিনায়ক ভ্যান ডাইক পারাদেসকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন।এতে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়।
তবে এক ম্যাচে এত হলুদ কার্ড ও খেলোয়াড়দের অপেশাদার আচরণ নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ফিফা। তদন্তে দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে আর্জেন্টিনার মেসি ও পারেদেসের মত তারকদের।
সূত্র: দ্য স্টেটসম্যান