চট্টগ্রামে ট্রাফিক পুলিশের করোনা শনাক্ত, ব্যারেক লকডাউন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক বিভাগের এক সদস্যের করোনা শনাক্ত হওয়ায় সিএমপির একটি ব্যারেক লকডাউন করা হয়েছে। এছাড়া ২০০ পুলিশসহ ২২৫ জনকে হোম কোয়ারেন্টিন পাঠানো হয়েছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার আবু বক্বর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আক্রান্ত পুলিশ সদস্য অবস্থান করায় একটি ব্যারেক লকডাউন করা হয়েছে। পাশাপাশি ২২৫ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে রয়েছেন পুলিশ, চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসক ও নার্স।
এর আগে রোববার ৫৫ বছর বয়সী ওই পুলিশ কনস্টেবলের করোনা শনাক্ত হয়। তিনি চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিলেন। রোববার রাতে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।
চট্টগ্রামে এ পর্যন্ত ১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে দুইজন মারা গেছে।