আর্জেন্টিনা নাকি ক্রোয়েশিয়া, টাইব্রেকারে কারা বেশি ভালো
ফুটবলের যেকোনো টুর্নামেন্টে নক-আউট পর্বের খেলা নির্ধারিত সময়ে শেষ না হলে দেওয়া হয় অতিরিক্ত সময়। ৯০ মিনিটের পর আরও ৩০ মিনিট। ১২০ মিনিটের লড়াইয়ের পরও ফল না এলে খেলা গড়ায় টাইব্রেকারে। কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৪টি টাইব্রেকার হয়ে গেছে।
ফুটবল বিশ্বকাপের বয়স ৯২ বছর হলেও টাইব্রেকারের ততোটা নয়। টাইব্রেকারের রীতি চালু হয়েছে ৪৪ বছর হয়। নির্ধারিত ও অতিরিক্ত সময়ের পর ম্যাচে ফল না আসায় প্রথমবারের মতো ১৯৭০ সালে পেনাল্টি শুট আউটের দাবি ওঠে। ওই বছরই প্রস্তাব দেওয়া হয়, কিন্তু টাইব্রেকারের রীতি পাস হয় ১৯৭৮ সালে গিয়ে।
আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের আসর ১৯৭৮ বিশ্বকাপে প্রথমবারের মতো টাইব্রেকারের নিয়ম চালু হয়। যদিও ওই আসরে টাইব্রেকারের দরকার পড়েনি, নির্ধারিত সময়েই সব ম্যাচের ফল হয়ে যায়। প্রথমবারের মতো ১৯৮২ বিশ্বকাপে টাইব্রেকারের দরকার পড়ে ম্যাচের ফলাফল নির্ধারণে।
৪৪ বছরে (এবারের ৪টিসহ) বিশ্বকাপে মোট ৩৪টি টাইব্রেকার হয়েছে। সবচেয়ে বেশি ৬ বার টাইব্রেকারে যেতে হয়েছে আর্জেন্টিনাকে। লাতিন আমেরিকা অঞ্চলের দেশটির আজকের প্রতিপক্ষ ক্রোয়েশিয়াও বিশ্বকাপে চারবার টাইব্রেকারের রোমাঞ্চের মুখোমুখি হয়েছে।
কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনালে লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। এবারের আসরের ৪ টাইব্রেকারের দুটির অংশ এই দুই দল। দুই দলই পেনাল্টি শুট আউটে জিতে উঠেছে সেমি-ফাইনালে। আজকের ম্যাচের আগে দেখে নেওয়া যাক বিশ্বকাপে কার টাইব্রেকার ভাগ্য কেমন।
আর্জেন্টিনা
বিশ্বকাপের নক আউট পর্বে এখন পর্যন্ত ৬ বার ট্রাইব্রেকারে গেছে আর্জেন্টিনার ম্যাচ। যেখানে আলবিসেলেস্তেদের সাফল্য বেশ ভালোই। ৬ বারের ৫ বারই টাইব্রেকার রোমাঞ্চ জিতেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচ বিশ্বকাপ পর্যায়
আর্জেন্টিনা ৪-৩ নেদারল্যান্ডস ২০২২ কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা ৪-২ নেদারল্যান্ডস ২০১৪ সেমি-ফাইনাল
আর্জেন্টিনা ২:৪ জার্মানি ২০০৬ কোয়ার্টার ফাইনাল
আর্জেন্টিনা ৪:৩ ইংল্যান্ড ১৯৯৮ শেষ ষোলো
আর্জেন্টিনা ৪:৩ ইতালি ১৯৯০ সেমি-ফাইনাল
আর্জেন্টিনা ৩:২ যুগোস্লাভিয়া ১৯৯০ কোয়ার্টার ফাইনাল
ক্রোয়েশিয়া
বিশ্বকাপে এখন পর্যন্ত চারটি টাইব্রেকারে অংশ নিয়েছে ক্রোয়েশিয়া। যেখানে তাদের কেউ হারাতে পারেনি, সবগুলো টাইব্রেকার জিতেছে ক্রোয়াটরা।
ম্যাচ বিশ্বকাপ পর্যায়
ক্রোয়েশিয়া ৪:২ ব্রাজিল ২০২২ কোয়ার্টার ফাইনাল
ক্রোয়েশিয়া ৩-১ জাপান ২০২২ শেষ ষোলো
ক্রোয়েশিয়া ৪:৩ রাশিয়া ২০১৮ কোয়ার্টার ফাইনাল
ক্রোয়েশিয়া ৩:২ ডেনমার্ক ২০১৮ শেষে ষোলো