ফাইনালই হবে বিশ্বকাপে মেসির শেষ ম্যাচ
ফাইনালেই বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবেন বলে ঘোষণা দিলেন লিওনেল মেসি। খবর রয়টার্সের।
মেসির নেতৃত্বে সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ৩-০ গোলে জিতে ফাইনালে আর্জেন্টিনা। মঙ্গলবার রাতে ম্যাচ শেষে মিডিয়া বক্সে আর্জেন্টাইন এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, 'ফাইনালের দিন নিজের শেষ খেলার মধ্য দিয়ে আমার বিশ্বকাপ যাত্রা শেষ করব। এই অর্জনে আমি খুব খুশি।'
'পরবর্তী বিশ্বকাপ আসতে অনেক দেরি। আমার মনে হয় না সেখানে খেলতে পারব। আর এভাবে শেষ করাটাই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে,' বলেন তিনি।
৩৫ বছর বয়সী লিওনেল মেসি তাঁর জীবনের পঞ্চম বিশ্বকাপে খেলছেন এবার। ডিয়েগো ম্যারাডোনা ও জেভিয়ার ম্যাসেরানোর চার বিশ্বকাপ খেলার ইতিহাসকেও ইতোমধ্যে টপকে এসেছেন মেসি।
'এখন সব খুব সুন্দর ও ভালো অবস্থায় আছে। তবে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আমাদের দলগত উদ্দেশ্য পূরণ করা। কঠোর লড়াইয়ের পর বিজয় থেকে মাত্র এক ধাপ দূরে আছি আমরা। এবার যেন সেটা অর্জন করতে পার, সেজন্য আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব।