মেসি ও ম্যারাডোনার মধ্যে মিল-অমিল কোথায়, জানালেন ৮৬'র বিশ্বকাপজয়ী হোর্হে ভালদানো
৩৬ বছর পর নিজেদের তৃতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে ভাসছে আর্জেন্টিনা। এই মুহূর্তে লিওনেল মেসি-মার্তিনেসরা শিরোপা নিয়ে নিজ দেশে উদযাপনে ব্যস্ত। আর আর্জেন্টিনাকে এই গৌরবের মুহূর্ত উপহার দেওয়ার কাণ্ডারি লিওনেল মেসিকে নিয়ে মুখ খুলেছেন ১৯৮৬ সালে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপজয়ী ফুটবলার হোর্হে ভালদানো।
১৯৮৬ সালে কিংবদন্তি ম্যারাডোনার সঙ্গে বিশ্বকাপ জিতেছিলেন হোর্হে ভালদানো। ক্যাডেনা কোপে'কে ভালদানো জানিয়েছেন, মেসিদের এই অনবদ্য জয় এবং আর্জেন্টিনার বিজয়ের ধারা নিয়ে তার কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণ রয়েছে।
ভালদানো বলেন, "আমি '৮৬তে যতটা না দুশ্চিন্তায় ছিলাম, কাতার বিশ্বকাপের ফাইনালে তার চেয়ে বেশি দুশ্চিন্তায় ছিলাম। কারণ যখন আপনি খেলেন তখন চাপটা বের হয়ে যায়, কিন্তু দর্শক হিসেবে দেখলে সেই ভয়াবহ চাপ আপনার উপরে থেকেই যায়।"
দিয়েগো ম্যারাডোনা নাকি লিওনেল মেসি?
আর্জেন্টাইনদের কাছে ঈশ্বরতুল্য ব্যক্তি ম্যারাডোনার সাথে আজকের লিওনের মেসির মিল ও অমিল নিয়ে কথা বলেছেন ভালদানো। তিনি বলেন, "ম্যারাডোনা ও মেসির মধ্যে মিল হলো তারা দুজনেই অসম্ভব প্রতিভাবান। কিন্তু পার্থক্যটা হলো, ম্যারাডোনা যখন '৮৬ তে মেক্সিকো বিশ্বকাপ জিতেছিলেন তখন তিনি ছিলে তার তারুণ্যের শিখরে (তখন ম্যারাডোনার বয়স ছিল ২৬ বছর)। আর মেসিকে ৩৫ বছর বয়সে নিজের মধ্য থেকে সেই প্রতিভা ও বিজ্ঞতা বের করে আনতে হয়েছে।"
ভালদানো আরও জানান, তিনি টুর্নামেন্টের আগে মেসির সাথে কথা বলেছেন এবং পিএসজি তারকার সাথে তার খুব মজার কথপোকথন হয়েছে।
"বিশ্বকাপের আগে যখন আমি ওর সাক্ষাৎকার নিলাম, অফ ক্যামেরায় আমি ওকে বলেছিলাম যে ও পাঁচটি বিশ্বকাপ খেলতে যাচ্ছে এবং কোনো খেলোয়াড় আজ পর্যন্ত ছয়টি বিশ্বকাপ খেলেনি। তখন লিও আমাকে বলেছিল এটা অসম্ভব...কিন্তু এও বলেছিল 'আমি যদি বিশ্বচ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমি আগামী বিশ্বকাপ পর্যন্তও আর্জেন্টিনার জার্সিতে খেলা চালিয়ে যাবো", বলেন ভালদানো।
তিনি আরও যোগ করেন, "মেসি সেই যোগ্যতা রাখে কিনা তা আমরা দেখতেই পাবো। কারণ ফুটবলে ছয়টি বিশ্বকাপ খেলা প্র্যাক্টিক্যালি অসম্ভব ব্যাপার।"
সূত্র: মার্কা