পুতিনের ওপর আস্থা রাখেন ৭৮.১ শতাংশ রুশ: জরিপ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি রুশ নাগরিকদের আস্থা ০.২ শতাংশ কমে ৭৮.১ শতাংশে গিয়ে ঠেকেছে। অল-রাশিয়ান পাবলিক ওপিনিয়ন রিসার্চ সেন্টারের এক জরিপে উঠে এ এসেছে তথ্য। খবর রুশ বার্তাসংস্থা তাসের।
প্রতিবেদনে বলা হয়েছে, "পুতিনের প্রতি আস্থার বিষয়ে জিজ্ঞাসা করা হলে, উত্তরদাতাদের ৭৮.১ শতাংশ ইতিবাচক উত্তর দিয়েছেন। অন্যদিকে, রুশ প্রেসিডেন্টের কাজের বিষয়ে সমর্থন আগের ৭৪.৩ শতাংশেই অপরিবর্তিত রয়েছে।"
১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত চালানো এই জরিপে ১৮ বছরের বেশি বয়সী ১ হাজার ৬০০ রুশ নাগরিক অংশ নিয়েছেন।
জরিপে রুশ সরকার এবং প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের প্রতিও রাশিয়ানদের ইতিবাচক মনোভাব উঠে এসেছে। রুশ সরকারের প্রতি ৪৮.৬ শতাংশ এবং ৫১.১ শতাংশ প্রধানমন্ত্রীর প্রতি ইতিবাচক ছিলেন জরিপের ফলাফলে।
এ সপ্তাহে প্রধানমন্ত্রী মিশুস্তিনের প্রতি আস্থা প্রকাশ করেছেন ৫৯.৬ শতাংশ উত্তরদাতারা।
এছাড়া, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন সংসদীয় দলের প্রধানদের প্রতি আস্থা প্রকাশ করেছেন জরিপে অংশ নেওয়া রুশ নাগরিকেরা।