ওয়ানডে বিশ্বকাপে ভালো না করার কোনো কারণ নেই, বললেন সাকিব
আশা জাগিয়েও ভারতকে টেস্টে হারানো গেল না। দুই ম্যাচেই হেরে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। টেস্ট সিরিজের আগে হওয়া ওয়ানডে সিরিজ অবশ্য ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশই।
ঢাকা টেস্টে খুব কাছে গিয়ে হারের পর সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। সামনের বছরে টেস্ট নিয়ে পরিকল্পনার পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে ভালো করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
ছোট ছোট ভুলের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হেরেছে বাংলাদেশ। ভুলগুলো ধরতে পারার পাশাপাশি সেগুলো শুধরে নিতে করণীয় সম্পর্কেও বলেন সাকিব। সেইসাথে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে কথা বলেন তিনি।
ওয়ানডেতে বাংলাদেশ অন্য যেকোনো ফরম্যাটের চেয়ে ভালো, মন্তব্য করেছেন সাকিব। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'ওয়ানডেতে আমরা সেটেলড দল, যেখানে আমাদের ভালো না করার কোনো কারণই নেই। ২০১৪ সালের পর থেকে ঘরের মাঠে মনে হয় একটা সিরিজ হেরেছি কেবল। ওয়ানডেতে খারাপ করার কোনো কারণ আছে বলে মনে করি না।'
ভারতে অনুষ্ঠিত হবে ক্রিকেটের সবচেয়ে বড় আসর, ওয়ানডে বিশ্বকাপ। সেখানে বাংলাদেশের বেশ ভালো সুযোগ দেখছেন সাকিব,'বিশ্বকাপের বছর, অবশ্যই আমাদের জন্য বড় চ্যালেঞ্জ, কারণ এই একটা জায়গায় আমরা যে ধরনের প্রত্যাশা নিয়ে যাই, সেভাবে পারফর্ম করতে পারি না। তবে আমরা যদি, দল হয়ে খেলতে পারি, অবদান সব জায়গা থেকে আসে, তাহলে আমার ধারণা এই বিশ্বকাপ আমাদের খুব ভালো যাবে।'
সাকিবের এমন মন্তব্যের পর বিশ্বকাপ নিয়ে প্রত্যাশার পারদ এখন আরো উঁচুতে উঠবে বাংলাদেশেড় ক্রিকেট ভক্তদের। সাকিবের নিজেরও এটি সম্ভাব্য শেষ বিশ্বকাপ। ২০১৯ এর ইংল্যান্ড বিশ্বকাপের ফর্ম যদি এখানেও দেখাতে পারেন তাহলে বাংলাদেশের ভালো করার সম্ভাবনাও বেড়ে যাবে বহুগুণ।