বিশ্বকাপ শেষে মাঠে ফিরছে ইংলিশ প্রিমিয়ার লিগ
বিশ্বকাপ শেষে আবারো ক্লাব ফুটবলের ডামাডোল শুরু হতে যাচ্ছে। ইউরোপের লিগগুলোর মধ্যে সবার আগে মাঠে গড়াবে ইংলিশ প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড সহ অন্যান্য ক্লাবগুলো মাঠে নামছে ৬ সপ্তাহ বিরতির পর।
ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি বাতিল করার পরে কেমন করবে ম্যানচেস্টার ইউনাইটেড? আর্সেনাল কী পারবে মৌসুমের দুর্দান্ত শুরু ধরে রাখতে নাকি আবারও ম্যানচেস্টার সিটিই হবে চ্যাম্পিয়ন? লিভারপুল কী পারবে জয়ের ধারায় ফিরে আসতে? এসব প্রশ্নের উত্তর নিয়েই আগামীকাল থেকে পুনরায় মাঠে গড়াচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ।
ইউরোপিয়ান ক্লাব মৌসুম এমন নজির দেখে নি আগে। মৌসুম চলাকালীন সময়ে বিরতি দিয়ে বিশ্বকাপ আয়োজন যে এবারই প্রথম ঘটেছে। সেই ৬ সপ্তাহের দীর্ঘ বিরতি শেষে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ।
আর্লিং হলান্ড- মোহামেদ সালাহরাও ফিরছেন মাঠে। বিশ্বকাপে হলান্ডের নরওয়ে এবং সালাহর মিশর সুযোগ পায়নি বিধায় তাদের এতোদিন মাঠে দেখা যায়নি। আগামীকালই না হলেও শীঘ্রই প্রিমিয়ার লিগের বিভিন্ন দলের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতা এমিলিয়ানো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস, অ্যালেক্সিস ম্যাকএলিস্টার, ক্রিশ্চিয়ান রোমেরোদেরকে।
আগামীকাল প্রিমিয়ার লিগ মাঠে ফিরছে বর্তমানে পয়েন্ট টেবিলের চার নম্বর দল টটেনহাম হটস্পার্সের ম্যাচ দিয়ে। দশম স্থানে থাকা ব্রেন্টফোর্ডের মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
এদিন খেলা আছে পয়েন্ট টেবিলের ছয় নাম্বারে থাকা লিভারপুলেরও। অ্যাস্টন ভিলার মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১.৩০ মিনিটে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির ম্যাচ ২৮ ডিসেম্বর রাতে। এছাড়াও বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল খেলবে আগামীকাল রাত ২ টায়, তাদের প্রতিপক্ষ ওয়েস্ট হাম। ১৪ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনালের লক্ষ্য ১৮ বছর পর লীগ শিরোপা জেতা।
অন্যান্য জনপ্রিয় ক্লাবগুলোর মধ্যে ম্যানচেস্টার ইউনাইটেড মাঠে ফিরছে ২৭ ডিসেম্বর রাতে, তারা লড়বে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। চেলসিও একইদিনে বোর্নমাউথের বিপক্ষে নিজেদের মৌসুম পুনরায় শুরু করবে।
জমজমাট এবং জাঁকজমকপূর্ণ এই লিগ সারা বছর মাতিয়ে রাখে ফুটবল সমর্থকদের। বিশ্বকাপ শেষে প্রিমিয়ার লিগের শুরু নিয়ে তাই উত্তেজনা তুঙ্গে ফুটবল প্রেমিদের।