বিরতির পর মাঠে গড়াল ইংলিশ প্রিমিয়ার লিগ, লিভারপুল ও আর্সেনালের জয়
কাতার বিশ্বকাপের জন্য ছয় সপ্তাহের বিরতিতে ছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ। অবশেষে বিরতির পর মাঠে গড়িয়েছে বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ ফুটবল প্রতিযোগিতাটি। শুরুর দিনে জয় তুলে নিয়েছে টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল এবং অন্যতম ফেভারিট লিভারপুল।
টেবিলের শীর্ষে থাকা আর্সেনাল নিজেদের মাঠে পিছিয়ে পড়েও জিতেছে ওয়েস্ট হামের বিপক্ষে। অ্যাস্টন ভিলার মাঠে জয় তুলে নিয়েছে লিভারপুলও। গোল পেয়েছেন মোহামেদ সালাহ।
বিশ্বকাপের বিরতির আগে টানা দুই ম্যাচে জিতেছিল লিভারপুল। বিরতির পরে যেন সেখান থেকেই শুরু করল জুর্গেন ক্লপের দল। ভিলা পার্কে ম্যাচে মাত্র ৫ মিনিটের মধ্যেই লিভারপুলকে এগিয়ে দেন মোহামেদ সালাহ। রবার্টসনের ক্রস থেকে বলে পা ছুঁইয়ে ব্যবধান ১-০ করেন এই মিশরীয় তারকা।
এরপর ৩৭ মিনিটে সালাহর সহায়তায় লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ভার্জিল ভ্যান ডাইক। ৫৯ মিনিটে ওলি ওয়াটকিন্স অ্যাস্টন ভিলার হয়ে এক গোল শোধ দিলেও কাজ হয়নি। ৮১ মিনিটে বাজসেটিচের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল, ম্যাচ শেষ হয় এই স্কোরলাইনেই। এই জয়ের ফলে ১৫ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ক্লপের দল।
অপরদিকে নিজেদের মাঠে ওয়েস্ট হামের বিপক্ষে ২৭ মিনিটে পেনাল্টি গোলে পিছিয়ে পড়েছিল আর্সেনাল। প্রথমার্ধ শেষ হয় এই ব্যবধানেই। দ্বিতীয়ার্ধে মাত্র ১৬ মিনিটের ব্যবধানে ৩ গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নিয়ে নেয় গানার্সরা।
৫৩ মিনিটে সমতা ফেরান বুকায়ো সাকা। ৫৮ মিনিটে আর্সেনালকে এগিয়ে দেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ৬৯ মিনিটে জয় নিশ্চিত করেন এনকেতিয়াহ।
এই জয়ের ফলে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল মিকেল আর্তেতার দল। দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩২, যদিও এক ম্যাচ কম খেলেছে পেপ গার্দিওলার দল।
অন্য ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়েও ২-২ গোলের সমতায় ম্যাচ শেষ করেছে হ্যারি কেইনের টটেনহাম হটস্পার্স।