চট্টগ্রামে দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক
চট্টগ্রামে দেড় হাজার অসহায়-হতদরিদ্র পরিবারকে খাদ্য সামগ্রী সহায়তা দিচ্ছে সিটি ব্যাংক লিমিটেড।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় বৃহস্পতিবার এ সব খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়।
নগরের দামপাড়া পুলিশ লাইন মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিএমপির কমিশনার মাহাবুবর রহমান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে সিএমপি।
মাহাবুবর রহমান বলেন, করোনাভাইরাসের কারণে অনেক মানুষ সংকটে রয়েছেন। অনেকে নিদারুণ কষ্টে জীবন অতিবাহিত করছেন। এ রকম দেড় হাজার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ। আমি প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানাই। এ ছাড়া সমাজের বিত্তবানদের অসহায়দের পাশে দাঁড়ানো আহ্বান জানাচ্ছি।
বিতরণকালে সিটি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, সিটি ব্যাংক সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করে। করোনা সংকটে অনেক মানুষ অনাহারে দিনযাপন করছেন। আমরা শুধু চেষ্টা করছি তাদের পাশে দাঁড়াতে।
এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম মোস্তাক, অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক প্রমুখ।