সরকারি চাল অন্যত্র বিক্রি; সংরক্ষিত নারী ইউপি সদস্যের কারাদণ্ড
গাজীপুরের কাপাসিয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্যকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
হতদরিদ্রদের জন্য সরকারের ১০ টাকা কেজি দরের চাল কারসাজির মাধ্যমে নিজের জিম্মায় রেখে কার্ডধারীর বাইরে বিক্রির অভিযোগে বুধবার তাকে এই দণ্ড দেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমত আরা।
দণ্ডপ্রাপ্ত ওই ইউপি সদস্যের নাম বিলকিস বেগম (৪২)। তিনি কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য। তার বাড়ি ধলিসূতা এলাকায়।
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমত আরা জানান, সরকারের
খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরের ওই চাউল শুধুমাত্র কার্ডধারী হতদরিদ্ররাই ৩০ কেজি পর্যন্ত কিনতে পারবেন। কিন্তু চাঁদপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের ওই সদস্য নির্দিষ্ট উপকারভোগীদের কাছ থেকে কার্ড নিয়ে নিজে ডিলারের কাছ থেকে চাউল তুলে নিজ জিম্মায় রেখে অধিক মূল্যে কার্ডধারীর বাইরে বিক্রি করছিলেন।
তিনি বলেন, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত সেখানে অভিযান চালিয়ে সত্যতা পায় এবং অবৈধভাবে বিক্রি করা ছয় বস্তা চাল জব্দ করা হয়। এ সময় আদালতের কাছে বিলকিস বেগম নিজের অপরাধ স্বীকার করেন। আদালত বিলকিস বেগমকে দোষী সাব্যস্ত করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানার অর্থ আদায় শেষে বিলকিস বেগমকে পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।