ফুটবলকে শিল্পে পরিণত করেছেন পেলে: নেইমার
'ফুটবলের রাজা' পেলের মৃত্যুসংবাদে শোকের আবহ নেমেছে বিশ্বের ক্রীড়া জগতে। তবে সব অঙ্গনের বিখ্যাতজনেরাই জানাচ্ছেন ব্রাজিলের সদ্যপ্রয়াত এই কিংবদন্তীর প্রতি অন্তিম শ্রদ্ধা।
সে তালিকায় যোগ দিয়েছেন পেলের দেশ ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারও।
নেইমার তার ইনস্টাগ্রাম পোস্টে পর্তুগিজ ভাষায় কাব্যিক শ্রদ্ধার্ঘ্য লিখেছেন পেলের সম্মানে।
ইংরেজি থেকে তার তর্জমাটি অনেকটা এরকম–
'পেলের আগে, ১০ ছিল শুধু একটি সংখ্যা। জীবনে একথা অনেক শুনেছি।
একথা সত্য, সুন্দর, অথচ অসম্পূর্ণ।
আমি তো বলব, পেলের আগে ফুটবল ছিল নিছক এক খেলা,
পেলেই সব বদলে দেন।
তিনি ফুটবলকে শিল্প আর বিনোদনে রূপ দেন।
তিনি দরিদ্রকে, কালো মানুষকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো– তিনি ব্রাজিলকে সবার দৃষ্টিগোচর করেছেন।
এই রাজার কল্যাণেই ফুটবল ও ব্রাজিলের মর্যাদা উন্নত হয়েছে।
(সব দিয়ে) তিনি চলে গেছেন, তবু রয়ে গেছে তার জাদু,
পেলে তো অমর!