অহেতুক ঘোরাঘুরি, রাস্তায় ২ ঘণ্টা বসিয়ে রাখল পুলিশ
বিনা প্রয়োজনে বাজারে ঘোরাঘুরি করার দায়ে বরগুনায় দুই শতাধিক ব্যক্তিকে দুই ঘণ্টা রাস্তায় বসিয়ে রেখে শাস্তি দেওয়া হয়েছে।
শুক্রবার সকাল দশটার দিকে বরগুনা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। এরপর বাজারে আসার যথাযথ কারণ জানাতে না পারায় তাদের বরগুনা সদর রোডে বসিয়ে রাখা হয়।
এই শাস্তি প্রদানের উদ্যোগ নেওয়া বরগুনা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন বলেন, গতকালই (বৃহস্পতিবার) পুরো দেশকে করোনাভাইরাসের সংক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ইতোমধ্যেই বরগুনায় পাঁচজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
তিনি বলেন, বরগুনা বাজারে মানুষের জনসমাগম এড়িয়ে চলার জন্য মাছ বাজার এবং কাঁচা বাজারগুলো জিলা স্কুলের সুবিশাল মাঠে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও আজ শুক্রবার থাকায় শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল।
স্থানীয় পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, তারপরও যারা সরকারি নির্দেশনা উপেক্ষা করে বাজারে এসে অহেতুক ঘোরাঘুরি করছিলেন তাদের প্রথমে আটক করা হয়। পরে বাজারে আসার যথাযথ কারণ বলতে না পারায় শাস্তি হিসেবে দুই ঘণ্টা বরগুনা সদর রোডে বসিয়ে রাখা হয়। ভবিষ্যতে খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না, এই মর্মে অঙ্গীকার করার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।