দ্বিতীয় বিবাহ-বিচ্ছেদ চূড়ান্ত করলেন জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট
বিলিয়নিয়ার জেফ বেজোসের প্রাক্তন স্ত্রী ম্যাকেঞ্জি স্কট দ্বিতীয় স্বামী ড্যান জুয়েটের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ চূড়ান্ত করেছেন। খবর টিএমজেড-এর।
ড্যান জুয়েট সিয়াটলের একটি স্কুলে শিক্ষকতা করেন। সম্প্রতি ওয়াশিংটন স্টেটে বিচারকের উপস্থিতিতে এ দম্পতির ডিভোর্স চূড়ান্তকরণ হয়।
বিচ্ছেদের কাগজপত্রে নিজেদের সম্পদ ও দেনার ভাগও ঠিক করে নিয়েছেন ম্যাকেঞ্জি-ড্যান। গত ৪ জানুয়ারি বিচ্ছেদ আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করেন তারা।
পিপল ম্যাগাজিনের খবর অনুযায়ী, ২০২২ সালে সেপ্টেম্বর মাসের শেষের দিকে দ্বিতীয় স্বামীকে ডিভোর্স প্রদান করেছেন ম্যাকেঞ্জি। তার এক বছর আগে ২০২১ সালের মার্চে ড্যান ও তার বিয়ে হয়।
২০১৯ সালে ম্যাকেঞ্জি স্কট ও জেফ বেজোস তাদের ২৫ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছিলেন। ওই বছরের জুলাইয়ে তাদের চূড়ান্তভাবে বিচ্ছেদ ঘটে।
ম্যাকেঞ্জি স্কট একজন ঔপনাস্যিক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় ধনী নারী। বেজোস ও তার চার সন্তান রয়েছে। নিউ ইয়র্ক টাইমস-এর খবর অনুযায়ী, বিচ্ছেদের সময় আমাজনের ৩৮.৩ বিলিয়ন ডলারের শেয়ার পেয়েছেন স্কট।
ম্যাকেঞ্জি স্কটের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, তিনি তার অর্ধেকের বেশি সম্পদ দান করে দেবেন। এখন পর্যন্ত প্রায় ১৬,০০০ দাতব্য সংস্থাকে ১৪ বিলিয়ন ডলার সহায়তা করেছেন তিনি।