দুরন্ত ডাবল সেঞ্চুরিতে কোহলি-ধাওয়ানদের ছাড়িয়ে শুবমান
সেঞ্চুরির কাছে পৌঁছে গেলে অনেক ব্যাটসম্যানই সাবধানী হয়ে ওঠেন, ব্যাট চালানোর গতি কমিয়ে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছান। মাইলফলকটি যদি হয় ডাবল সেঞ্চুরির? হয়তো আরও সাবধানী হওয়ার কথা। কিন্তু শুবমান গিল তেমন নন। ব্যাট হাতে দুর্বার ছন্দে থাকা ভারতের ডানহাতি এই ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি পূর্ণ করলেন টানা তিন ছক্কা মেরে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মহাকাব্যিক ইনিংস খেলে বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি শুবমান গড়লেন কনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করার রেকর্ডও। তিনিই এখন ওয়ানডেতে বিশ্বের সর্বকনিষ্ঠতম ডাবল সেঞ্চুরিয়ান।
গত ডিসেম্বরে বাংলাদেশ সফরে সবচেয়ে কম বয়সী ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন ইশান কিষান। কিন্তু তার রেকর্ডটি টিকলো মাত্র ৩৮ দিন। ২৩ বছর ১৩২ দিনে রেকর্ডটি নিজে করে নিলেন শুবমান।
চট্টগ্রামে ২১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেও শ্রীলঙ্কার বিপক্ষে দলে জায়গা পাননি কিষান। প্রক্রিয়া মেনে শুবমানকে দলে নেয় ভারত। লঙ্কানদের বিপক্ষে আস্থার প্রতিদান দেওয়া শুবমান এবার গড়লেন রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ৭০, ২১ ও ১১৬ রানের পর এবার খেললেন ২০৮ রানের ইনিংস।
টানা দুই সেঞ্চুরির পথে শেষটাকে রূপ দিলেন ডাবল সেঞ্চুরি, ঝলমলে এই ইনিংস খেলার মধ্য দিয়ে কোহলি ও ধাওয়ানকে ছাড়িয়ে ওয়ানডেতে ভারতের দ্রুততম এক হাজার রানের মালিক হয়ে গেছেন শুবমান। মাত্র ১৯ ইনিংসে হাজার রানের ক্লাবে নাম লেখালেন ভারতের এই ওপেনার।
কোহলি ও ধাওয়ানের লেগেছিল ২৪ ইনিংস। সব মিলিয়ে দ্রুততম হাজার রানের তালিকায় শুবমান যৌথভাবে দুইয়ে, ১৯ ইনিংসে হাজার রান পূর্ণ করেন পাকিস্তানের ইমাম-উল-হক। ১৮ ইনিংসে হাজার রান পূর্ণ করা পাকিস্তানের ফকর জামান সবার উপরে।
বুধবার হায়দরাবাদে ১৩৭ বলে ১৬৯ রান করেন শুবমান। সেখান থেকে ১৪৫ বলেই পৌঁছে যান ২০০ রানে। মাঝের এই আট বলে পাঁচটি ছক্কা মারেন তিনি। কিউই পেসার লকি ফার্গুসনকে টানা তিন ছক্কা মেরে পূর্ণ করেন ডাবল সেঞ্চুরি।
শেষ পর্যন্ত ১৪৯ বলে ১৯টি চার ও ৯টি ছক্কায় ২০৮ রানের স্বপ্নের এক ইনিংস খেলেন শুবমান। তার ব্যাটে চড়ে ৮ উইকেটে ৩৪৯ রানের বিশাল সংগ্রহ গড়ে ভারত। ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি হলো ১০টি, এর ৭টি ভারতের। রোহিত শর্মার তিনটি। এ ছাড়া শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, ইশান কিষান ও শুবমানের একটি করে ডাবল সেঞ্চুরি।