২০২৩ অর্থবছরের প্রথমার্ধে ওয়েস্টিন হোটেলের আয় বেড়েছে ৮৪%
২০২৩ অর্থবছরের প্রথমার্ধে ম্যারিয়ট ইন্টারন্যাশনাল পরিচালিত পাঁচ-তারকা হোটেল ওয়েস্টিন ঢাকার আয় বেড়েছে ৮৪%।
উল্লেখ্য সময়ে হোটেলটি ১০০ কোটি টাকা আয় করেছে। এর ৪৮.৩২ শতাংশ এসেছে রুম ভাড়া থেকে, ৪৫.১৫ শতাংশ এসেছে ফুড সার্ভিস থেকে।
হোটেলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, গত দুই বছরের তুলনায় চলতি অর্থবছরে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে। ফলে পাঁচতারকা হোটেলে অতিথি ও অনুষ্ঠানের সংখ্যাও বেড়েছে।
এই আয়ের ওপর ভর করে ওয়েস্টিন ঢাকার মালিক ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টের আয় গত বছরের জুলাই-ডিসেম্বর সময়ে ১৩৫ শতাংশ (১৪১ কোটি টাকা) বেড়েছে।
কোম্পানিটির নিট মুনাফাও প্রায় পাঁচ গুণ বেড়ে ৪৫ কোটি টাকা হয়েছে, এক্ষেত্রে তাদের শেয়ার প্রতি আয় ছিল ১.৫২ টাকা। কোম্পানিটি জানায়, ওয়েস্টিনের আয় বৃদ্ধির পাশাপাশি নতুন হোটেল শেরাটন থেকে আয় আসায় কোম্পানিটির রেভেনিউ এবং মুনাফা বেড়েছে।
প্রতিষ্ঠানটির নতুন হোটেল শেরাটনের কার্যক্রম গত বছর শুরু হয়েছে। তবে গেস্টদের থাকার ব্যবস্থা চালু না হলেও হোটেলটি খাবার বিক্রি শুরু করেছে। গত বছরের প্রথম ছয় মাসে ২৯ কোটি টাকার খাবার বিক্রি হয়েছে।
এছাড়া, গুলশান এলাকায় কোম্পানিটি ওয়েস্টিন হোটেলের এক্সটেনশন হিসেবে ওয়েস্টিন-২ নির্মাণ করবে। প্রকল্পটিতে অর্থায়নের জন্য কোম্পানি গত বছর আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সঙ্গে ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে ইউনিক হোটেলের শেয়ার ৬৮ টাকায় লেনদেন হচ্ছে। জানুয়ারি মাসেই এর শেয়ার দর ২২ শতাংশ বেড়েছে।