ধনীদের ৭ দিনের মধ্যে ৫০% সুপারট্যাক্স জমা দেওয়ার নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের
পাকিস্তানের সর্বোচ্চ আদালত আগের দেওয়া একটি রায়ে সংশোধন এনে বিত্তশালী করদাতাদের এক সপ্তাহের মধ্যে তাদের ৫০ শতাংশ সুপারট্যাক্স জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরাসরি এই কর জমা দিতে হবে কেন্দ্রীয় রাজস্ব বিভাগ– ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)- এ। সুপ্রিম কোর্ট সোমবার (৬ ফেব্রুয়ারি) ইতঃপূর্বে লাহোর হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশে এ পরিবর্তন আনেন।
এর আগে দেশটির উচ্চ আয়ের করদাতারা লাহোর হাইকোর্টে আপিল করে তাদের থেকে কর সংগ্রহের বিষয়ে স্থগিতাদেশ লাভ করেন। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় এফবিআর। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে বিচারকদের তিন সদস্যের একটি বেঞ্চ স্থগিতাদেশের বিরুদ্ধে রায় দিয়ে, দ্রুততর সময়ে ধনীদের সুপারট্যাক্স জমা দেওয়ার আদেশ দেন।
অর্থনৈতিকভাবে বিপর্যস্ত পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ সহায়তা নিতে হচ্ছে। আইএমএফের প্রতিনিধি দল বর্তমানে ঋণের একটি কিস্তি ছাড়ের আলোচনার জন্য দেশটি সফর করছেন।
২০২২-২৩ অর্থবছরে দেশটির রাজস্ব ঘাটতি পূরণে কর সংগ্রহের নতুন নীতি নিয়ে আইএমএফ প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে রাজস্ব কর্তৃপক্ষ।
সম্পদশালীদের ওপর সুপারট্যাক্স আরোপের মাধ্যমে ২৫ হাজার কোটি রুপি আদায়ের লক্ষ্য নিয়েছে এফবিআর। আগামী ৯ ফেব্রুয়ারি আইএমএফ মিশন নীতি আলোচনা শেষে ওয়াশিংটনে ফিরবে, এদিনই চূড়ান্ত রাজস্ব নীতি ঘোষণার প্রত্যাশা রয়েছে।