ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য দুইদিন বন্ধ আখাউড়া স্থলবন্দর
ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) ও আগামীকাল বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ১৭ ফেব্রুয়ারি শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৮ ফেব্রুয়ারি স্বাভাবিক হবে আমদানি-রপ্তানি বাণিজ্য।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, বিধানসভা নির্বাচনের জন্য দুইদিন বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখতে ভারতীয় ব্যবসায়ীরা চিঠি দিয়েছেন। এর প্রেক্ষিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এসময় স্বাভাবিক থাকবে স্থলবন্দর দিয়ে দুই দেশের যাত্রী পারাপার কার্যক্রম।
উল্লেখ্য, আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন (ছুটির দিন ব্যতীত) দেড় থেকে দুই লাখ মার্কিন ডলার মূল্যের মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক ও খাদ্যসামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতে।