ইতালির উপকূলে নৌকাডুবি: শিশুসহ মৃত ৬২, শতাধিক ছাড়ানোর আশঙ্কা
ইতালির দক্ষিণ উপকূলের কাছাকাছি সমুদ্রে রবিবার (২৬ ফেব্রুয়ারি) অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় শিশুসহ কমপক্ষে ১০০-এর বেশি অভিবাসী নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। খবর বিবিসি'র।
এখন পর্যন্ত ৬২ জন অভিবাসীর মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। এদের মধ্যে ১৬টি বালক-বালিকা ও একটি শিশু রয়েছে।
জানা গেছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার সময় পাথরের সঙ্গে ধাক্কা খায় নৌকাটি। এরপর ইতালির কালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনে ভেড়ার চেষ্টা করার সময় ফাটলধরা নৌকাটি ডুবে যায়।
প্রায় ২০০ জন অভিবাসী বহনকারী নৌকাটিতে বেশিরভাগ আফগানিস্তান, পাকিস্তান, সোমালিয়া, ও ইরানের নাগরিক ছিলেন বলে জানা গেছে।
পাশের একটি সমুদ্রতীরবর্তী রিসর্টের সৈকত থেকে অনেক মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে স্থানীয় কোস্টগার্ড জানিয়েছিল, ৮০ জনকে তারা জীবিত উদ্ধার করেছে।
বেঁচে যাওয়া একজনকে পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে ইতালির কাস্টম পুলিশ জানিয়েছে।
নৌকায় আরোহী অভিবাসীদের মধ্যে অনেকেই পাকিস্তানের নাগরিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানান, ডুবে যাওয়াদের মধ্যে দুই ডজেনের বেশি পাকিস্তানের নাগরিক ছিলেন বলে মনে করা হচ্ছে।
উদ্ধারকৃতদের সহায়তা সেবা দেওয়া হচ্ছে ও স্থানান্তর করা হচ্ছে। অনেকেই তাদের প্রিয়জন হারানোর শোকে মুহ্যমান হয়ে আছেন।
এসব অভিযাত্রী দুর্ঘটনার কারণে মারাত্মকভাবে ট্রমার শিকার হয়েছেন বলে জানান স্থানীয় একটি দাতব্যসংস্থার সঙ্গে সংশ্লিষ্ট সার্জিও ডি দাতো। অনেক ছোট বাচ্চা তাদের পুরো পরিবারকে হারিয়েছে।
ইতালির স্থানীয় একজন প্রশাসনিক কর্মকর্তা ম্যানুয়েলা কুরা রয়টার্সকে জানান, তিন থেকে চারদিন আগে তুরস্কের উপকূলীয় শহর ইজমির থেকে এ অভিবাসীদের নিয়ে নৌকাটি ছেড়ে এসেছিল।
উদ্ধারের পর কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।
ইতালির প্রধানমন্ত্রী জিওর্জিয়া মেলোনি নৌকাডুবির ঘটনায় 'গভীর শোক' প্রকাশ করেন। এ দুর্ঘটনার জন্য তিনি পাচারকারীদের দায়ী করেছেন।
মেলোনির ডনাপন্থী সরকার ইতালিতে অভিবাসীদের আগমন ঠেকানোর শপথ নিয়েছে। সমুদ্রে বিপদে পড়া অভিবাসীদের উদ্ধারকাজ বিষয়ক নিয়মনীতিকে আরও কঠিন করে নতুন একটি আইন পাস করার ব্যাপারে কাজ করছে এ সরকার।
২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন।
ইউরোপীয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডের লেয়েন এ নৌকাডুবির ঘটনায় 'গভীর মনোবেদনা' প্রকাশ করেছেন।