আরও ৪৪ দেশে নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিরা দ্বৈত নাগরিকত্ব পাবেন
নতুন করে বিশ্বের ৪৪টি দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এ বিষয়ে শীঘ্রই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ প্রজ্ঞাপন জারি করবে।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত জানানো উপলক্ষ্যে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।
এর আগে ৫৭ দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিদের এ ধরনের সুবিধা দিয়েছে সরকার। সবমিলিয়ে এখন ১০১টি দেশের ক্ষেত্রে সরকার এমন সুবিধা দিল।
তবে যেসব দেশের নাগরিকত্ব পাওয়ার জন্য বাংলাদেশিরা দেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন, তারা এ সুবিধা পাবেন না।
বিশ্বের বিভিন্ন দেশে নাগরিকত্ব পাওয়া বাংলাদেশি নাগরিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ৪৪টি দেশের ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আফ্রিকা মহাদেশের ১৯টি, দক্ষিণ আমেরিকা মহাদেশের ১২টি, ক্যারিবিয়ান অঞ্চলের ১২টি এবং ওশেনিয়া মহাদেশের শুধুমাত্র ফিজির নাগরিকত্বপ্রাপ্ত বাংলাদেশিদের দ্বৈত নাগরিকত্বের সুবিধা দেওয়া হবে।
যেসব দেশের নাগরিকত্ব পাওয়া বাংলাদেশিরা এ সুবিধা পাবেন- আফ্রিকা মহাদেশের মিশর, দক্ষিণ আফ্রিকা, কেনিয়া, আলজেরিয়া, সুদান, মরক্কো, ঘানা, রুয়ান্ডা, বুরুন্ডি, তিউনিশিয়া, সিয়েরা লিয়ন, লিবিয়া, কঙ্গো, লাইবেরিয়া, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, ইরিত্রিয়া, গাম্বিয়া, বতসোনায়া এবং মরিশাস। দক্ষিণ আমেরিকা মহাদেশের ব্রাজিল, বলিভিয়া, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, আর্জেন্টিনা, পেরু, ইকেুয়েডর, চিলি, উরগুয়ে এবং গ্যায়ানা। ক্যারিবিয়ান অঞ্চলের কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, হাইতি, বাহামা, জ্যামাইকা, ত্রিনিদাদ ও টোবাগো, ডমিনিকা, সেন্ট লুসিয়া, বার্বাডোস, সেন্ট ভিনসেন্ট, গ্রেনাডাইন, গ্রেনাডা, সেন্ট কিউস ও নেভিস এবং ওশেনিয়া মহাদেশের ফিজি।