রাষ্ট্রপতির বাড়িতে প্রধানমন্ত্রী: আপ্যায়নে হাওরের মাছ, অষ্টগ্রামের বিখ্যাত পনির
কিশোরগঞ্জের মিঠামইনে আজ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের গ্রামের বাড়িতে অতিথি হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তিনি রাষ্ট্রপতি ও দলের অন্যান্য সফরসঙ্গীদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন।
রাষ্ট্রপতির বাড়িতে সরকার প্রধানকে হাওরের মিঠাপানির নানান জাতের মাছসহ অষ্টগ্রামের বিখ্যাত পনির দিয়ে আপ্যায়ন করা হয়। খাবারের মেন্যুতে মাছ ছাড়াও ছিল হাঁস, মুরগি, খাসি ও গরুর মাংস এবং নানান পদের পিঠা। এরসঙ্গে ছিল রাতাবোরো চালের ভাত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের গ্রামের বাড়িতে স্বাগত জানাতে একদিন আগেই গতকাল সোমবার (২৭ ফেব্রুয়ারি) স্ত্রী রাশিদা হামিদকে নিয়ে মিঠামইন পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাষ্ট্রপতির পরিবারের অন্যান্য সদস্যরাও সেখানে রয়েছে।
জানা গেছে, রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে ১৯ পদ দিয়ে দুপুরের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী।
দুপুরের খাবারের মেন্যুতে ছিল রুই, কাতল, চিতল, আইড়, পাবদা, গোলসা টেংরা ও কালিবাউস মাছের দোপেঁয়াজা। আরও ছিল শোল, বাইম, চিংড়ি, বোয়াল, গ্রাস কার্প ও বাছা মাছের ভুলা এবং রিটা ও পাংগাস মাছের ঝোল। এরসঙ্গে ছিল মসুরের ডাল, সালাদ এবং রসমালাই।
নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাস উদ্বোধন করেতে আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে সেনানিবাসের উদ্বোধন ও পতাকা উত্তোলন করেন। এরপর রাষ্ট্রপতির কামালপুরের গ্রামের বাড়িতে মধ্যাহ্নভোজে অংশ নেন। এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কয়েকজন সফরসঙ্গীও ছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।
বিকেলে মিঠামইনে সুধী সমাবেশে যোগ দেবেন সরকার প্রধান। জনসভা উপলক্ষে ইতোমধ্যেই দূরদূরান্ত থেকে দলের নেতা-কর্মীরা ও সমর্থকরা সভাস্থলে আসতে শুরু করেছেন।