‘ঘরের মাঠে বাংলাদেশ খুব ভালো, কিন্তু আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন’
গত কয়েক বছরে ক্রিকেটে আক্রমণাত্মক মনোভাবের মানে পাল্টে দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ইংলিশরা যে ধরনের আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে, তা রীতিমতো অনেক দলের জন্য অনুসরণযোগ্য। এই দুই ফরম্যাটেরই বর্তমান চ্যাম্পিয়ন তারা। এমনকি টেস্টেও আক্রমণাত্মক ক্রিকেটের নতুন মাত্রা যোগ করেছে বিশ্ব শাসন করতে থাকা দলটি।
অথচ ইংল্যান্ডেরই ওয়ানডেতে বাজে অবস্থা যাচ্ছে। সর্বশেষ ১০ ম্যাচের মধ্যে ৭ ম্যাচেই হেরে গেছে তারা, একটি ম্যাচে ফল আসেনি। এমন অবস্থায় বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ইংলিশরা, যারা আবার ওয়ানডেতে সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ। বিশেষ করে ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স দুর্বার। প্রথম ওয়ানডের আগের দিন মঙ্গলবার তাই প্রশ্ন উঠলো, তবে কি এই সিরিজে বাংলাদেশ ফেবারিট?
মঈন আলী বলছেন, ফেবারিটের হিসাব কষছেন না তারা। ঘরের মাঠে বাংলাদেশ যে খুব ভালো দল, তা মাথায় আছে তাদের। তবে ইংল্যান্ডের এই অলরাউন্ডার এটাও মনে করিয়ে দিলেন, তারা টি-টোয়েন্টির পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপেরও বর্তমান চ্যাম্পিয়ন। মঈনের ভাষায়, 'কে ফেভারিট, সেটা ব্যাপার নয়। আমার মনে হয়, নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুব ভালো। এবং আমরা জানি, শেষ ১০ ম্যাচের মধ্যে ৮ (৭) ম্যাচে হেরেছি।'
'কিন্তু আমরাও বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমরা ভালো করেছি। এর চেয়ে বড় কথা, সম্প্রতি সময়ে অনেক সময়ই আমরা আমাদের সেরা দল পাইনি। তবে এবার উডি (মার্ক উড), জফরা (আর্চার) আছে, উইল জ্যাকসের মতো নতুন ক্রিকেটারকে দলে পেয়েছি আমরা। এমন কিছু ক্রিকেটারকে পাওয়া দারুণ ব্যাপার। সিরিজ শেষ হওয়ার আগে ফেবারিটের প্রশ্নে কিছুই যায় আসে না।'
সব সময়ের মতো এবারও বাংলাদেশের স্পিনিং উইকেট থাকবে, সেটা ধরেই নিয়েছেন মঈন। তবে উন্নতির ধারায় থাকা বাংলাদেশের পেসারদের ব্যাপারটিও মাথায় আছে তাদের, 'আপনি যখন এখানে আসবেন, তখন ভালো স্পিনার, ভালো স্পিন বোলিং-ই আশা করবেন। তারা খুব ভালো, তা আমরা জানি। গত কয়েক বছর ধরে তারা এটা করে এসেছে এবং দল হিসেবে সত্যি ভালো করেছে। তবে শুধু তাদের স্পিনারই নয়, তাদের পেসাররাও ভালো। তবে তাদের ভালোভাবে সামলাতে আমরা প্রস্তুতি নিয়েছি। নেটে ব্যাটিং করতে আপনি বাঁহাতি স্পিনার চাইবেন, যা বাংলাদেশের আছে।'