বিশ্বকাপ জয়ের মেডেল হারিয়ে পাগল হওয়ার দশা আর্চারের
জাতীয় দলে অভিষেক হওয়ার পরপরই বিশ্বকাপে খেলার সুযোগ। বিশ্বকাপেও সময়টা দারুণ গেছে, দলও জিতেছে শিরোপা। ক্যারিয়ারের শুরুতেই দারুণ এক অর্জনের সঙ্গী হয়েছেন ইংল্যান্ডের পেসার জফরা আর্চার। বিশ্বকাপ জয়ের স্বীকৃতির স্মারক হিসেবে মেডেল পেয়েছিলেন আর্চার। কিন্তু বছর না ঘুরতেই মহামূল্যবান এই মেডেল হারিয়ে ফেলেছেন তিনি।
মেডেল হারিয়ে প্রায় পাগল হয়ে গেছেন তিনি। সপ্তাহভর খুঁজেও মেডেলটি পাননি আর্চার। তবে আশা ছাড়েননি ওয়েস্ট ইন্ডিয়ান বংশোদ্ভূত ইংল্যান্ডের এই ক্রিকেটার। ২৫ বছর বয়সী আর্চার নিয়ম করে খুঁজে চলেছেন মেডেলটি।
আগের বাসা ছেড়ে নতুন বাসায় উঠেছেন ইংলিশ পেসার। বাসা বদলের সময় মেডেলটি হারিয়ে গেছে। বিসিবির সঙ্গে আলাপচারিতায় এমনই জানিয়েছেন আর্চার।
২০টি উইকেট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে দারুণ অবদান রাখা আর্চার বলেছেন, 'আমি ফ্ল্যাট পরিবর্তন করেছি। আমার আগের বাসার দেয়ালে একটি ছবি ছিল, যেটার ওপর মেডেলটি রেখেছিলাম। কিন্তু এখন পাচ্ছি না। এক সপ্তাহ ধরে খুঁজেও জিনিসটি পাইনি।'
নিউজিল্যান্ডের বিপক্ষে মহা নাকটীয় বিশ্বকাপ ফাইনালের সুপার ওভারটি করা আর্চার আরও বলেন, 'আমি জানি এটা বাসার কোথাও না কোথাও আছে। আমি এটা খুঁজে যাব। কিন্তু এটা খুঁজতে খুঁজতে আমি ইতোমধ্যে প্রায় পাগল হয়ে গেছি।'
ইংল্যান্ডের হয়ে ৭ টেস্ট, ১৪ ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছেন আর্চার। তিন ফরম্যাট মিলিয়ে ৫৫টি উইকেট শিকার করেছেন ডানহাতি তরুণ এই পেসার।