‘কয়েকবার অভিযোগ করা সত্ত্বেও মালিক সায়েন্স ল্যাবের পুরনো ভবন সংস্কার করেননি’
রাজধানীর সায়েন্স ল্যাবে একটি ভবনে বিস্ফোরণে রোববার (৫ মার্চ) তিনজনের প্রাণহানির ঘটনায় নিউ জেনারেশন কোম্পানি লিমিটেডের স্বত্বাধিকারী আকরাম হোসেন বলেছেন, মার্কেটের মালিক বেশ কয়েকটি অভিযোগ পাওয়ার পরও মার্কেটের ঝুঁকিপূর্ণ অবস্থার উন্নতি বা পুরোনো কাঠামোর ভবন সংস্কার করেননি।
আকরাম হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'ভবনটি প্রায় ৩৮ বছরের পুরনো। আর পুরনো, জরাজীর্ণ কাঠামোর কারণে সেখানে থাকা ঝুঁকিপূর্ণ ছিল।'
রোববার সকাল ১০টা ৫২ মিনিটে তিনতলা ভবনটি আংশিক ধসে পড়ে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট সকাল সোয়া ১১টার দিকে মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) বোমা নিষ্ক্রিয়করণ দলের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রহমত উল্লাহ জানান, ভবনের পয়ঃনিষ্কাশন লাইনের ভেতরে গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটে।
আকরাম বলেন, মার্কেটের আসল মালিক যুক্তরাষ্ট্রে থাকেন। তার আত্মীয়রা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাণিজ্যিক ভবনের কাছাকাছিই থাকেন।
আকরাম আরও বলেন, 'গত তিন বছর ধরে আমি এই বিষয়ে বেশ কয়েকবার অভিযোগ করেছি। এমনকি ২০২১ সালে আমি এখান থেকে চলে যাওয়ারও চেষ্টা করেছি, কিন্তু ভবন সংস্কারের প্রতিশ্রুতি দেওয়ায় আমি থেকে যাই।'
তিনি জানান, বিস্ফোরণে নিহত শ্রমিকদের একজন গত ৪৩ বছর ধরে তার প্রতিষ্ঠানে কাজ করছিলেন।
'আমি হাসপাতালে ছুটে এসেছি এবং নিহতদের পরিবারকে সান্ত্বনা দিয়েছি,' বলেন তিনি।
এর আগে রোববার সকালে ঢাকার সায়েন্স ল্যাবের একটি বাণিজ্যিক ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত এবং অন্তত ১৩ জন আহত হয়।
নিহত শফিকুজ্জামান, আবদুল মান্নান ও তুষারের মরদেহ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী। নিহতরা সবাই স্টেশনারি পণ্য সরবরাহকারী ও বিক্রেতা নিউ জেনারেশন কোম্পানি লিমিটেডের কর্মচারী ছিলেন।